ঢাকার দোহার নবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

ঢাকার দোহার নবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

 

ফিরোজ হোসেন, দোহার- নবাবগঞ্জঃ

“নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে” এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

ঢাকার দোহার নবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

সোমবার সকাল ১১টায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ভবনের মূল ফটক থেকে থেকে একটি র‌্যালী বের করে প্রশাসন কর্তৃপক্ষ । পরে র‍্যালীটি ফিরে এসে আলোচনা সভার অায়োজন করেন। সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া ও বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। অপরদিকে দুপুর ১২টায় দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি জয়পাড়ার রতন চত্বর পর্যন্ত হয়ে ফিরে এসে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম আল-আমীন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরুল হাসান, সমবায় কর্মকর্তা রওশন আরা বেগম প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment