পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

sony tvপাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে বুধবার ভোর চারটা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল সাড়ে আটটা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরুপাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মধ্যরাত থেকে নৌরুট এলাকায় ঘন কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে ভোর চারটার দিকে ঘন কুয়াশায় ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এর ফলে নৌ দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কমে গেলে সকাল সাড়ে আটটা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

সাড়ে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটটির উভয়পাড়ে কয়েকশ যানবাহন পারের জন্য অপেক্ষমান রয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭ ফেরির মধ্যে ১৫টি চলাচল করছে। এর মধ্যে রো-রো-ফেরি রয়েছে সাতটি, ইউটিলিটি ফেরি রয়েছে ছয়টি ও কেটাইপ ফেরি রয়েছে চারটি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment