ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

Brand Bazaar

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দিনের শুরুতেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে মাহীগঞ্জের দেওয়ানতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি

ভোট দিয়ে বেরিয়ে আসার পর বাবলা অভিযোগ করেন, ‘কয়েকটি ভোটকেন্দ্রে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে।’
এছাড়া রাতে শহীদুল নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

তবে এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো আছে বলে জানান বিএনপি প্রার্থী। এভাবে ভোটগ্রহণ চললে ভালো ফলাফলের আশা তার। পাশাপাশি শেষ পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু থাকবে কি না সে ব্যাপারে শঙ্কা প্রকাশ করেন ধানের শীষের প্রার্থী বাবলা।

এর আগে, সকাল আটটায় রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। সকাল সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি বাড়তে শুরু করেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

এদিকে রংপুর সিটির ৩৩টি ওয়ার্ডের ভেতর একটি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে পরীক্ষামূলক ভোটগ্রহণ করা হচ্ছে। ওই কেন্দ্রের নাম রোকেয়া কলেজ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment