বিশ্বম্ভরপুরে পরিবার পরিকল্পনা বিভাগের এডবোকেসি ও প্রেস বিফিং সভা অনুষ্টিত ”

বিশ্বম্ভরপুরে পাউবো কমিটির প্রথম সভা ”ফসল রক্ষা বাধঁ বিলম্বিত”


বিশ্বম্ভরপুরে পাউবো কমিটির প্রথম সভা ”ফসল রক্ষা বাধঁ বিলম্বিত”
জাকির হোসেন রাজু, সুনামগঞ্জ প্রতিনিধিঃ “পরিকল্পিত পরিবার গড়ি মাতৃমৃত্যু রোদ করি” এই প্রতিবাদ্যে বিশ্বম্ভরপুরে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ পালনের লক্ষে এডভোকেসি সভা ও প্রেস বিফিং অনুষ্ঠিত হয়েছে। গত কাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পঃ পঃ কর্মকর্তা আঃ রহমানের সভাপতিত্বে এনজিও প্রতিনিধি শামছুল আলমের সঞ্চালনায় এডভোকেসি সভা ও প্রেস বিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুননুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, ম্যাডিকেল অফিসার ডাঃ আক্তারুজ্জামান মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার, মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, উপজেলা আ,লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত নবগোপাল, পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ইসলামি ফাউন্ডেশনের কেয়ার টেকার মাওঃ ফজলুল হক।
এডভোকেসি সভায় ও প্রচার সপ্তাহ উপলক্ষে ৩০ ডিসেম্বর ২০১৭ থেকে ০৪ জানুয়ারী ২০১৮ পর্যন্ত ০৬দিন ব্যাপী বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বর স্থায়ী পদ্ধতি গ্রহণ, ০১জানুয়ারী ফতেপুর ইউনিয়নে ইমপ্লান্ট ক্যাম্প, ০৩জানুয়ারী এফডব্লিউসিতে গর্ভবর্তীদের চেকাপ। উক্ত কার্যক্রমে এবারের প্রতিপাদ্য ছিল “পরিকল্পিত পরিবার গড়ি মাতৃমৃত্যু রোদ করি” সভায় প্রজেক্টরের মাধ্যমে পরিকল্পিত পরিবার গঠনে গর্ভবর্তী মায়েদের পরিচর্যা, সেবা যতœ, প্রশবকালীন ডেলিভারী, ইউনিয়ন স্বাস্থ্য কল্যান কেন্দ্রে নিয়ে যাওয়া, মা ও শিশুর যত ও পরিচর্যা সঠিক সময়ে সবগুলি টিকাসহ বিভিন্ন নাটিকা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, ধনপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, বাদাঘাট (দঃ) ইউনিয়ন চেয়ারম্যান মোঃ এরশাদ মিয়া, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান রনজিৎ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছারুয়ার আলম, স্থানীয় সাংবাদিকগণ, কাজী, পুরহিত, এনজিও প্রতিনিধিসহ পঃপঃ বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment