নাসিরনগরে সংসদ নির্বাচনে মনোনয়ন দৌড়ে রয়েছেন যারা

নাসিরনগরে সংসদ নির্বাচনে মনোনয়ন দৌড়ে রয়েছেন যারা

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-১ আসন নাসিরনগর। এ আসনের মোট জনসংখ্যা প্রায় ৩,০৯,০১১ জন।ভোটার সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ৯শত ৯৭ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৬ হাজার ৮ শত ৮৭ জন,নারী ভোটার ১ লক্ষ ১ হাজার ১ শত ১০ জন।এর মাঝে সংখ্যালুঘু ভোটের সংখ্যা প্রায় ৩০% বলে জানান।
নাসিরনগরে সংসদ নির্বাচনে মনোনয়ন  দৌড়ে রয়েছেন যারা১৬ডিসেম্বর ২০১৭ এ আসনের সংসদ সদস্য এডঃ ছায়েদুল হক মৃত্যু বরণ করেন। ফলে আসনটি শূন্য হয়ে পড়ে। দেখা দেয় উপ নির্বাচনের সম্ভাবনা।আগামী সংসদ নির্বাচনে এলাকায় আলোচনায় রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এড: মোঃ ছায়েদুল হকের স্ত্রী দিলশাদ আরা (মিনু), পুত্র ডাঃ এস,এম রায়হানুল হক। মা ছেলে নির্বাচনের ঘোষনা দেওয়ায় এলাকায় ব্যপক আলোচনা সমালোচনার ঝড় বইছে। একটি গোয়েন্দ সংস্থার উর্ধতন এক কর্মকর্তা মা ছেলে নির্বাচনে ঘোষনা দেওয়ার বিয়ষটি নিশ্চিত করেছেন। তাছাড়াও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি,সমাজ সেবক ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা এম,এ করিম, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ,টি,এম মনিরুজ্জামান সরকার, কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা প্রশিক্ষণও পাঠাগার বিষয়ক সম্পাদিকা এম,বি কানিজ। কুমিল্লা ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী সৈয়দ মোঃ এহসান, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন সংগ্রাম। বাংলাদেশ হিন্দু মহাজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ও বিশিষ্ট আইনজীবি এডঃ রাখেশ চন্দ্র সরকার, যুক্তরাষ্ট্র নিউইয়রক ষ্ট্রেটের আওয়ামীলীগের সহ-সভাপতি কে এম আলমগীর হোসেন,সাবেক সংসদ সদস্য শাফি মাহমুদ, সাবেক সংসদ সদস্য সৈয়দ মুর্শেদ কামালের পুত্র সৈয়দ সোহান মুর্শেদ, ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সাধারণসম্পাদক ও দৈনিক ভোরের চেতনার সম্পাদক মোঃ আলী আশ্রাফ এলাকায় গনসংযোগের ব্যস্ত সময় পাড় করছেন। বি,এন,পির এলাকায় গণসংযোগ বা দলীয় কোন কর্মকান্ডে তেমন তৎপরতা না থাকলেও বি,এন,পির একক প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আর এ কে গ্রুপের চেয়ারম্যান. বি,এন,পি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ সৈয়দ এ,কে একরামুজ্জামান (সুখন)। এক সময়ে জাতীয় পার্টির ঘাটি হিসেবে পরিচিত নাসিরনগরে বর্তমানে জাতীয় পার্টির তেমন কোন কার্যক্রম না থাকলেও মাঠ চষে বেড়াচ্ছেন রেজোওয়ান আহম্মদের ছোট ভাই কেন্দ্রীয় জাতীয় কৃষক পার্টির নির্বাহী কমিটির সদস্য শাহানুল করিম (সেলিম)। অপরদিকে জাতীয় পার্টির সাথে জোটে থাকা ইসলামী মোর্চার প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে এড: মোঃ ইসলাম উদ্দিনের (দুলাল)। সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী হিসাবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের নাম শোনা যাচ্ছে। সম্প্রতি গোয়েন্দা সংস্থার জরিপের উদ্ধৃতি দিয়ে বেশ কয়েকটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে, আগামীতে নাসিরনগর থেকে মনোনয়ন পেতে পারেন বলে প্রচার করে যাচ্ছে। অপরদিকে কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সমাজ সেবক, বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা সদায় হাস্যেজ্জ্বল এম, এ করিমের পদচারণায় নাসিরনগর এখন সরগরম। জনপ্রিয় এই নেতা ইতিমধ্যে নাসিরনগর সদর,ধরমন্ডল, কুন্ডা, ফান্দাউক, বুড়িশ্বর, ভলাকুট, গোয়ালনগর, গুনিয়াউক ইউনিয়নে গনসংযোগ ও পথসভা করে এলাকায় হৈচৈ ফেলে দিয়েছে। এলাকার বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা গেছে আগামী সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামীলীগের যোগ্য প্রার্থী মনোনয়ন না পেলে আসনটি হাত ছাড়া হয়ে যেতে পারে। একবার আসনটি বি.এন,পির দথলে চলে গেলে তা পুনরুদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment