খালেদাকে সাজা দেওয়ার চেষ্টা করলে সারাদেশে আগুন জ্বলবে: আমান উল্লাহ্ আমান

খালেদাকে সাজা দেওয়ার চেষ্টা করলে সারাদেশে আগুন জ্বলবে: আমান উল্লাহ্ আমান

 

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে কাগমারী এলাকায় টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

আমান উল্লাহ্ আমান বলেন, এ সরকারের আমলে কথা বলার অধিকার নেই, সমাবেশ করার অধিকার নেই। আজ বাংলাদেশে গনতন্ত্র অবরুদ্ধ। গনতন্ত্রের মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আবার সকলকে রাজপথে আসতে হবে। গনতন্ত্রকে মুক্ত করতে হবে।

খালেদাকে সাজা দেওয়ার চেষ্টা করলে সারাদেশে আগুন জ্বলবে: আমান উল্লাহ্ আমান

বিচার বিভাগ নিয়ে তিনি বলেন, আজ বিচার বিভাগ ভেঙ্গে পড়েছে। প্রধান বিচারপতিকে জোর করে পদ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এ দেশে আইনের শাসক নেই। বাংলাদেশ আজ ভয়াবহ অবস্থায় রয়েছে।

এ সময় সভায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামসুল আলম তোফার সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল অবঃ মাহমুদুল হাসান, পল্লী উন্নয়ন সম্পাদক এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী সদস্য সাঈদ সোহরাব, নুর মোহাম্মদ খান, সামজ্জামান সুরুজ,

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক খন্দকার রাসেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক এ.কে.এম মনিরুল হক (ভিপি) মুনীর, জেলা তাতী দলের সভাপতি শাহ্ আলম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সাধারন সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও টাঙ্গাইল জেলা বিএনপি, থানা বিএনপি, পৌর বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, সে¦চ্ছাসেবক দলের অন্যান্য নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment