নবাবগঞ্জে উৎসব আয়োজনের মধ্যদিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

নবাবগঞ্জে উৎসব আয়োজনের মধ্যদিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ


 

ফিরোজ হোসেন, (ঢাকা) :

শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত নববর্ষ ২০১৮ প্রথম দিন একযোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে ।

নবাবগঞ্জে উৎসব আয়োজনের মধ্যদিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে প্রায় ৪০ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৩০ টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেনে বিতরণের জন্য শতভাগ বই ১ জানুয়ারির আগেই চলে আসে। বই উৎসবকে ঘিরে সকাল থেকেই শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সোমবার সকাল থেকেই উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হয়। এ উপলক্ষ্যে সকাল ১০ টায় নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে সকল শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথী উপজেলা নির্বাহী অফিসার তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাস বিভাগের চেয়ারম্যান ডঃ মোঃ দেলোয়ার হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য জুয়েল আহমেদ, কলাকোপা ইউপি চেয়ারম্যান হাজী ইব্রাহীম খলিল, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সাইদুর রহমান, জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আজহারুল হক, বিদ্যালয় পরিচালানা কমিটির সেলিম ভূইয়া, জাকির হোসেন, আমীর হোসেন প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment