৫ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি

৫ জানুয়ারি (শুক্রবার) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি। এদিন একই স্থানে জঙ্গিবাদবিরোধী সমাবেশের অনুমতি পেয়েছে ইউনাইটেড ইসলামিক পার্টি। আগে আবেদনের পরিপ্রেক্ষিতে ইউনাইটেড ইসলামিক পার্টিকেই সমাবেশের অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (০১ জানুয়ারি) সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করে বিএনপি।

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির আবেদনের একটি চিঠি আজ (সোমবার) পেয়েছি। কিন্তু একইদিন সমাবেশের অনুমতির জন্য বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির আবেদন পেয়েছি গত ১২ ডিসেম্বর। আগে আবেদন করায় ইউনাইটেড ইসলামিক পার্টিকেই সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। সে হিসেবে একইদিন সমাবেশ হওয়ায় বিএনপিকে অনুমতি দেয়া সম্ভব নয়।

তিনি বলেন, আবেদন পাওয়ার পর আমরা প্রথমে মৌখিকভাবেই আবেদনকারী দলকে জানিয়ে দেই যে, আপনারা সমাবেশ করতে পারবেন কি পারবেন না। সে অনুযায়ী বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টিকেও প্রথমে মৌখিকভাবে বলা হয়েছিলো। রোববার (৩১ ডিসেম্বর) তাদেরকে অনুমতি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

এর আগে সোমবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোহরাওয়ার্দী উদ্যানে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সমাবেশ করার ঘোষণা দেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ এবং বিএনপি দিনটিকে ‘গণতন্ত্রের হত্যা দিবস’ হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment