জোড়াতালির পদ্মা সেতুতে কেউ উঠবেন না: খালেদা জিয়া

জোড়াতালির পদ্মা সেতুতে কেউ উঠবেন না: খালেদা জিয়া

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, পদ্মা সেতুর স্বপ্ন দেখাচ্ছে সরকার। কিন্তু পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে হবে না। এ সেতু জোড়াতালি দিয়ে বানানো হচ্ছে। এ সেতুতে কেউ উঠবেন না। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাবেক প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জোড়াতালির পদ্মা সেতুতে কেউ উঠবেন না: খালেদা জিয়া

খালেদা জিয়া বলেন, ভারত আমাদেরকে স্বাধীনতার সময় সাহায্য করেছে। ভারতকে আমরা বন্ধুর মতো দেখতে চাই। বন্ধু হয়ে থাকতে চাই সব সময়।খালেদা জিয়া আরো বলেন, দেশে গণতন্ত্র নেই, বৈধ সরকার নেই, আইনের শাসন, কথা বলার অধিকার নেই। তার প্রমাণ একটু আগে দেখলাম।

অনেকদিন ধরে ছাত্ররা আলোচনা সভার প্রস্তুতি নিয়েছে। অনুমতি দিয়েছে, ভাড়াও নিয়েছে। অথচ হঠাৎ করে হলরুমে তালা লাগিয়ে দিল। এটা কেমন আচরণ? আজকে দেশ এক ব্যক্তির দখলে, দেশ পিছিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ তার জন্য দায়ী। গুম, খুন বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে। মানুষের অভাবের শেষ নেই।

ছাত্রদল নেতাদের অভিযোগ, অনুমতি নিলেও মিলনায়তনে প্রবেশ  করতে দেয়নি পুলিশ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিকেল সাড়ে ৪টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে পৌঁছান। বিকেল ৫টা ২৩ মিনিটে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তন খুলে দেয় কর্তৃপক্ষ।

Brand Bazaar

এর আগে মিলনায়তনে প্রবেশ করতে না দেওয়ায় ওই চত্বরেই সমাবেশ করে ছাত্রদল। সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিব-উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment