কক্সবাজারে ৫ লাখ পিস ইয়াবাসহ আটক ৮

কক্সবাজারে ৫ লাখ পিস ইয়াবাসহ আটক ৮

বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেল থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ আট জনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) সদস্যরা। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজারে ৫ লাখ পিস ইয়াবাসহ আটক ৮র‌্যাব-৭ কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবার  আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা । আটককৃতরা হলো- চট্টগ্রাম গহিরা এলাকার মো. কালু মাঝি (৪৫), মো. রফিক (৫২), মো. রফিক (৪৫), মো. হাসান (৩০), হাসমত আলী (৩৫), নুরুল আলম (৩৭), মো. নাসির (৪৫) ও মজিবুল ইসলাম (৪০)।

কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, একটি মাদক সিন্ডিকেট ফিশিং ট্রলারে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার থেকে কক্সবাজারের দিকে যাচ্ছে । উক্ত তথ্যের ভিত্তিতে  র‍্যাবের একটি দল কক্সবাজারের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে। পরে ট্রলারটি তল্লাশি করে ৫ লাখ পিস ইয়াবাসহ ৮ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের কক্সবাজার থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্দে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment