ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে দিনব্যাপী কর্মসূচী পালিত

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে দিনব্যাপী কর্মসূচী পালিত

রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) প্রতিনিধিঃ-
৪ ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ৬ জানুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জে দিনব্যাপী কর্মসূচী পালন করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ। ৪ ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ আনিচুর রহমান (মিঠু মালিথা)’র নেতৃত্তে শনিবার সকালে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আত্তার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, সকাল ১১ টায় বর্নাঢ্য র‍্যালী, দুপুর ৩ টায় আলোচনা সভা ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দদের সংবর্ধনা, বিকাল ৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে দিনব্যাপী কর্মসূচী পালিতএছাড়াও আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও বিভিন্ন ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে সারা কালীগঞ্জ শহর। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ আনিচুর রহমান (মিঠু মালিথা)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আনোয়ারুল আজীম (আনার) এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌর-সভার মেয়র আলহাজ মোঃ মকছেদ আলী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মতিয়ার রহমান মতি, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি জনাব মোঃ শাকিল আহমেদ ও সাধারন সম্পাদক জনাব মোঃ রানা হামিদ, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন সোহেল ও মুদাচ্ছের হোসেন, প্যানেল মেয়র জনাব মোঃ আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ শিবলী নোমানী। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাস্বেবকলীগ সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি (মিঠু মালিথা) ‘দৈনিক আগামীর সময়’কে বলেন, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের অনুমতিক্রমে বঙ্গবন্ধুর আদর্শকে কালীগঞ্জের সর্বস্তরের মানুষের মাঝে জাগিয়ে তুলতেই আজকের এই দিনব্যাপী কর্মসূচী পালন করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment