ঝিনাইদহে চোর সন্দেহে ৫ জন গ্রেফতার

সুমন মালাকার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে চোর সন্দেহে ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে শহরের মেছুয়া বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলার দক্ষিন টিয়া পাড়া গ্রামের মোফাজ্জেল হোসেন ছেলে ফরিদুল ইসলাম(৩০), একই গ্রামের জাহাঙ্গির আলমের ছেলে লাবলু হোসেন(২৮), সলেমানের ছেলে আলহাজ্ব(২৬), একই উপজেলার রাউথ নাগদাহ পাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে মহব্বত আলী(২৫), একই গ্রামের আব্দুল খালের ছেলে আব্দুর রহমান(২৪)।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আন্তঃ জেলা চোর চক্রের ৫ সদস্য মেছুয়া বাজার এলাকায় চুরির পরিকল্পনা করছিল। এমন সময় এস আই শামছুর রহমান ও শাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।  এদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment