ঝিনাইদহে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন


ঝিনাইদহ থেকে, তরিকুল ইসলাম তারেক:
ঝিনাইদহে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুর হয়েছে। বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝিনাইদহে এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মুল্যায়ন বিভাগের সচিব মফিজুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, মহেশপুর-কোটচাঁদপুর আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, জেলা প্রশাসক জাকির হোসেন, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ

সাইদুল করিম মিন্টু, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, গণপুর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রাসনের আয়োজনে উন্নয়ন মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। ৩ দিন ব্যাপী এই মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম ও সরকারের নানামুখী উন্নয়নের চিত্র তুলে ধরে ৭১ টি স্টল অংশ নেয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment