মুন্সীগঞ্জের লৌহজংয়ে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু।

 

মোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বৃহস্পতিবার সকাল ১১টায় বর্তমান সরকারের অর্জনের সাফল্য নিয়ে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৮ শুরু হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় লৌহজংয়েও উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন । লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে ৩০ টি স্টল বিশিষ্ট উন্নয়ন মেলার প্রথম দিনই যেন জাঁকজমকভাবে বিভিন্ন স্কুল কলেজ সহ সকল ধরনের মানুষে ভবে উঠেছে।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু।

উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ এ স্লোগানই ছিলো মূল প্রতিপাদ্য বিষয়। লৌহজং উপজেলার নির্বাহী অফিসার মো. মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। লৌহজং উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা সেলীমা খাতুনের সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন বেপারী, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান। উন্নয়ন মেলায় আরোও বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তোপাজ্জল হোসেন তপন, লৌহজং ববিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মো. মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ন কবীর, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কনকসার আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মাষ্টার, লৌহজং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম আহম্মেদ পিন্টু প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment