শাহজালালে ১১ কেজি সোনাসহ জাপানি নাগরিক গ্রেপ্তার

শাহজালালে ১১ কেজি সোনাসহ জাপানি নাগরিক গ্রেপ্তার

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১১ কেজি সোনাসহ এক জাপানি নাগরিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা কিংগো সিবাতি নামের এক জাপানি নাগরিকের কাছ থেকে ওই সোনা উদ্ধার করেন। উদ্ধার করা সোনার মূল্য প্রায় পাঁচ কোটি ৫০ লাখ টাকা।

শাহজালালে ১১ কেজি সোনাসহ জাপানি নাগরিক গ্রেপ্তার

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার ও প্রিভেনটিভ দলের প্রধান সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার দল শাহজালাল বিমান বন্দরে সিঙ্গাপুর থেকে আসা রিজেন্ট ফ্লাইটের আরএক্স-৭৮৫ বিমানের এক যাত্রীকে তল্লাশি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সোনা থাকার কথা অস্বীকার করেন। পরে তাঁর শরীর স্ক্যান ও তল্লাশি করে ১১টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি বার এক কেজি করে।

শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, জাপানি ওই নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment