অন্যায় দিয়ে কোন ন্যায়কে প্রতিষ্ঠা করা যায় না: খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

অন্যায় দিয়ে কোন ন্যায়কে প্রতিষ্ঠা করা যায় না: খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

মো. তহিদুর রহমান, পানছড়ি (খাগড়াছড়ি):-
“অন্যায় দিয়ে কোন ন্যায়কে প্রতিষ্ঠা করা যায় না। কোন আদর্শকে প্রতিষ্ঠা করা যায় না। সেই আদর্শ যত বড়ই হোক। অন্যায় আবদার দিয়ে সাধারণ জনগণের উপর চেপে বসা যাবে না। অন্যায় আবদার সবসময় নেতিবাচক ভূমিকা রাখে। আমরা যেকোন ধরণের কার্যক্রম করি না কেন,সেটা যেন কোন অন্যায়কে নিয়ে না করি। মানবিকবোধ নিয়ে দেশের উন্নয়নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।”- উন্নয়ন মেলা-২০১৮ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ (এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি) এসব কথা বলেন।
অন্যায় দিয়ে কোন ন্যায়কে প্রতিষ্ঠা করা যায় না: খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারখাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা সদর মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানটি বেলা সাড়ে তিনটা থেকে শুরু হয়। “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনা বাংলাদেশ”- স্লোগানকে সামনে রেখে পানছড়ি উপজেলা প্রশাসন এ’ মেলার আয়োজন করে। মেলায় ৪০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে শ্রেষ্ঠ স্টল নির্বাচিত হয় পানছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ, ৩নং ইউনিয়ন পরিষদ পানছড়ি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম’র সভাপতিত্বে ০৩ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল জি এম সোহাগ (পিএসসি), পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, খগেশ^র ত্রিপুরা, পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম, পানছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাহার মিয়া, পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। এসময় অন্যান্যদের মাঝে আরও ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, রতœা ত ঙ্গা, ৩নং ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমাসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান-মেম্বার,সরকারী-বেসরকারী কর্মী,শিক্ষক-শিক্ষার্থী প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment