এই মুহূর্তে ভোট হচ্ছে না, তাই হিসেব কষার দরকার নেই: হানিফ

এই মুহূর্তে ভোট হচ্ছে না, তাই হিসেব কষার দরকার নেই: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, এই মুহূর্তে ভোট হচ্ছে না। তাই ভোটের হিসেব কষার দরকার নেই। এটা হচ্ছে কাল্পনিক চিন্তা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘এই মুহূর্তে ভোট হলে বিএনপি আশি শতাংশ ভোট পাবে’ এমন মন্তব্য প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

এই মুহূর্তে ভোট হচ্ছে না, তাই হিসেব কষার দরকার নেই: হানিফ

শুক্রবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরাে বলেন, বিএনপির জনপ্রিয়তা মানুষ জানে। জনপ্রিয়তা থাকলে তারা ১৪ সালের নির্বাচনে অংশ নিত। জয়লাভের কোনো সম্ভাবনা ছিল না বলেই তারা নির্বাচনে আসেনি। আমরা আশা করি বিএনপি আগামী ডিসেম্বরের নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাছাই করবে।

হানিফ বলেন, বিএনপি এবং খালেদা জিয়া তাদের অপকর্মের জন্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা রাজনীতি থেকেও বিচ্ছিন্ন হওয়ার পথে।

বেগম খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, তার বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ দেয়নি। মামলা দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। এতিমের টাকা আত্মসাত মামলাও তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়েছে।

খালেদা জিয়া মামলা নিয়ে সময় ক্ষেপণ করছেন দাবি করে হানিফ বলেন, বেগম জিয়া এ মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তাই তিনি সময় ক্ষেপণ করছেন। সরকারের মামলা দিয়ে খালেদা জিয়াকে হয়রারি করার কোনো উদ্দেশ্যে নেই বলেও জানান হানিফ।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন প্রমুখ। সূত্র: আরটিভি

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment