অর্গানিক পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব ঘটাতে চান ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল

অর্গানিক পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব ঘটাতে চান ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল

মারুফ বিল্লাহ রুবেল,শ্যামনগর, সাতক্ষীরা থেকে

শখ কিংবা বৃক্ষপ্রেমের তাগিদে অনেকেই বাড়ির খালি ছাদে অথবা বারান্দায় শাক-সবজির বাগান গড়ে তুলছেন। একটুকরো সবুজ ছোঁয়ার আশায় বাড়ির ছাদ বা বারান্দায় শখের বাগান তৈরি করছেন অনেকে।ছোট ছোট টবে ট্রেতে পুঁতে দিচ্ছেন সবজির চারা বা মাচা করে এলিয়ে দিচ্ছেন লাউ-শিম-ঝিঙ্গের ডগা। নিজের একটু ইচ্ছা আর সামান্য শ্রম দিলেই কিন্তু বাড়ির ছাদ বা বারান্দাও হয়ে উঠতে পারে একখন্ড সবুজের আঙিনা। কিন্তু এসব পেরিয়ে ইউনিয়ন ব্যাপি এক নতুন স্বপ্ন বাস্তবায়ন করতে চলেছে ম্যানগ্রোভ সুন্দরবনের পাদদেশে অবস্থিত লোনাপানির আগ্রাসনে আক্রান্ত বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। তার ইউপি ঘুরে দেখা যায়, ছাদের উপরে গড়ে উঠেছে জৈব পদ্ধতিতে দৃষ্টিনন্দন বাগান। সারি সারি ড্রাম আর মাটির টবে বেড়ে উঠেছে বাহরি রকমের ফল, ফুল আর সবজি। দৃষ্টি কাড়ছে দর্শনার্থীদের। ইউনিয়নয়ন পরিষদের  এ শোভিত বাগান দেখতে ভিড় করছেন বাগান প্রেমীরা। তার ইউনিয়ন পরিষদের ভবনের ছাদে ফল, ফুল আর ওষুধি বৃক্ষের বাগান এবং অপর ভবনের ছাদে সবজি বাগান।বৃহস্পতিবার তার ইউনিয়ন পরিষদের কক্ষে একদল স্থানীয় গবেষক ও সাংবাদিকদের সাথে আলাপকালে আমি শুধুমাত্র আমার ইউনিয়ন পরিষদের ছাদে নয় আমি আমার ইউনিয়নের সকল কৃষি
বাড়িকে কীটনাশক মুক্ত প্রাণ বৈচিত্র্য সম্পন্ন কৃষি বাড়ি হিসাবে দেখতে
অর্গানিক পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব ঘটাতে চান ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলচাই।তিনি আরো বলেন, বারান্দা বা ছাদ যত ছোটোই হোক আর বড়ই হোক এখানে সবজি বাগান করা যেতে পারে। শুধু দরকার সঠিক পরিকল্পনা আর বাস্তবায়ন। এতে করে পরিবারের সবজির চাহিদা যেমন মেটানো যায়, নিজের হতে বাগান করার শখও পুরণ হয়। পছন্দের সবজি বাগান করা গেলে অর্গানিক সবজি পাওয়া সম্ভব, বাইরের দুষিত সবজি না খাওয়াই ভাল। তিনি তার সাক্ষাতকালে আরো বলেন, আমি এ পর্যন্ত যতটুকু করেছি সম্পূর্ন আমার নিজ অর্থায়নে করেছি।আরো ভালো ভাবে অর্থাৎ  পুরোইউনিয়ন জুড়ে তিনি অর্গানিক কৃষি বাড়ি গড়ে তুলতে এখানকার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের  সহযোগিতা কামনা করেছেন।ইতিমধ্যে সরকারের বিভিন্ন উচ্চস্থরের কর্মকর্তারা তার ইউপ পরিদর্শন করেছেন।গত ১৬ জানুয়ারী প্রধান নির্বাচন কমিশনার তার ইউপি পরিদর্শন করে তার ভূয়সী প্রশাংসা করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment