রাণীনগরে সওজের জায়গা দখল করে চলছে বহুতল ভবন নির্মাণ

রাণীনগরে সওজের জায়গা দখল করে চলছে বহুতল ভবন নির্মাণ

নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁর রাণীনগর উপজেলা সদরের বিজয়ের মোড়ে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন রাণীনগর-আবাদপুকুর সড়কের পাশে খাদ্য গুদামের সাবেক রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণ কাজের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা দাবীদার ওই প্রভাবশালী ব্যক্তি ভবন নির্মাণ কাজ শুরু করার প্রায় এক মাস পার হয়ে গেলেও রহস্যজনক কারণে নিরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট বিভাগ। এতে জনমনে উদ্রেক হয়েছে নানা প্রশ্নের।
রাণীনগরে সওজের জায়গা দখল করে  চলছে বহুতল ভবন নির্মাণ জানা গেছে, অর্থের জোরে কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৌশলে জবর-দখল করে সরকারি জায়গায় এই বহুতল (৫তলা) ভবন নির্মাণের কাজ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। জনসাধারণের চলাচল করার রাস্তাটি দখল করে এমন বিশাল ভবন নির্মাণ করায় বেকায়দায় পড়েছে স্থানীয় মানুষ। সরকারি নিয়ম অনুসারে যে কোন সরকারি রাস্তার উভয় দিকে ২০ফুট করে বাদ দিয়ে যে কোন ভবন নির্মাণ করার বিধান রয়েছে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগের আওতাধিন রাণীনগর-আবাদপুকুর সড়কের পাশে খাদ্য গুদামের সাবেক রাস্তার জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালী মহলকে ম্যানেজ করে রাস্তার ২০ফুট জায়গা ছেড়ে না দিয়ে চলছে এই ৫তলা ভবন নির্মাণের কাজ ।
এবিষয়ে ভবন নির্মাণকারী বিএনপি নেতা দাবীদার মোঃ মন্টু সেপাই বলেন, আমি কোন সরকারি রাস্তার জায়গা দখল করিনি। আমার ক্রয়কৃত জায়গাতে আমি ভবন নির্মাণের কাজ করছি। এতে যদি কারো সমস্যা মনে হয় তাহলে তারা জমি মেপে দেখতে পারেন।
এব্যাপারে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল হক জানান, লিখিত ভাবে অভিযোগ পেলে আমি ভবন নির্মাণের স্থানে সার্ভেয়ার পাঠাবো। স্থানটি পরিদর্শন করার পর যদি ভবনটি আমার সড়কের জায়গায় আসে, তাহলে তা ভেঙ্গে ফেলা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment