ঢাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগে হামলার প্রতিবাদে জাবিতে মিছিল

ঢাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগে হামলার প্রতিবাদে জাবিতে মিছিল

জাবি প্রতিনিধি:-
ঢাকা বিশ^বিদ্যালয়ে নিপিড়ন বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রান্তিক (জয় বাংলা) গেইট থেকে মিছিলটি শুরু হয়ে বিশ^বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ঢাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগে হামলার প্রতিবাদে জাবিতে মিছিলসমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য দিদার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি মাসুক হেলাল অনিক। এসময় তিনি বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে ছাত্রলীগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রসী, দখলদারি, হামলা, ধর্ষণ, টেন্ডারবাজি করেই আসছে। এরপরও তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী সংগঠন বলে দাবি করে। এমন রাজত্ব স্বাধীন বাংলাদেশের চিত্র হতে পারেনা। আমরা যারা এ প্রজন্মের সৈনিক এবং স্বাধীনতায় বিশ^াস করি তারা এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই’।

এসময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহ-সভাপতি ওলিউর সান বলেন, ‘আমরাও ইতিপূর্বে মামলার শিকার হয়েছি। আজকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র জাবিতেই নয় একে একে সকল বিশ^বিদ্যালয়গুলোতে নিপীড়নের খড়গ নেমে আসছে। ঢাকা বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থীরা দাবি আদায়ে অসংখ্য আন্দোলন করেছে কিন্ত ক্ষমতাসীনরা এমন আন্দোলনের বিরুদ্ধে কখনো ফুসে উঠতে দেখা যায়নি। তাই শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলনে ছাত্রলীগের নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি’।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মাহাতির মোহাম্মদ বলেন, ‘ঢাবিতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যাপকভাবে আহত করে। এমন ঘটনায় ঢাবি’র ভিসি তার অভিভাবকত্বের জায়গা হারিয়েছে। এসময় তিনি ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বহিস্কার ও রাষ্ট্রীয় আইনে বিচারের আহ্বান জানান’।

সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদে সভাপতি ইমরান নাদিম, সাধারণ সম্পাদক নজির আমিন চৌধুরী জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম, জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment