৫০০ উইকেট ছোঁয়ার অপেক্ষায় সাকিব

৫০০ উইকেট ছোঁয়ার অপেক্ষায় সাকিব

চলমান ত্রিদেশীয় সিরিজে ফর্মের তুঙ্গে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান । তার ব্যাট-বল চলছে অসাধারণ গতিতে। চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচেই ১০ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক ছুঁয়েছেন এ বাঁ-হাতি অলরাউন্ডার। এবার আরও বিশাল বড় মাইলফলক হাতছানি দিচ্ছে তাকে। বিশ্ব ক্রিকেট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান ও ৫০০ উইকেটের মাইলফলকের সামনে দাড়িয়ে আছেন সাকিব আল হাসান। বর্তমান তার তিন ফরম্যাট মিলিয়ে রান সংখ্যা ১০ হাজার ৫২ এবং উইকেট সংখ্যা ৪৯৬টি। ত্রিদেশীয় সিরিজে টাইগারদের হাতে আছে দুইটি ম্যাচ। আর এই দুই ম্যাচে সাকিব আল হাসান যদি ৪টি উইকেট নিতে পারেন তবে এই মাইলফলকের অধিকারী হবেন তিনি।
৫০০ উইকেট ছোঁয়ার অপেক্ষায় সাকিবএর আগে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের শহীদ আফ্রদি এমন কীর্তি গড়েছিলেন তবে দ্রুততম ক্রিকেটার হিসাবে সাকিব আল হাসান ছাড়িয়ে যাবেন শহীদ আফ্রিদি এবং জ্যাক ক্যালিসকে। ১০ হাজার রান এবং ৫০০ উইকেট ছুঁতে শহীদ আফ্রিদির লেগেছিল ৪৭৭টি ম্যাচ আর জ্যাক ক্যালিসের লেগেছিল ৪২০টি ম্যাচ । অপর পক্ষে আন্তর্জাতিক ৩০০ ম্যাচ স্পর্শ করার পূর্বে এই ৫০০ উইকেট ও দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন সাকিব। উল্লেখ্য,জাতীয় দলের হয়ে ওয়ানডেতে সাকিব আল হাসান করেছেন ৫২৩৫ রান এবং উইকেট নিয়েছেন ২৩৫টি । টেস্টে রান নিয়েছেন ৩৫৯৪ ও উইকেট ১৮৮ এবং টি-টোয়েন্টিতে ১২২৩ রানের পাশা পাশি নিয়েছেন ৭৩ টি উইকেট ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment