ডাকসু-এর পর হবে নজরুল বিশ্ববিদ্যালয় এর ছাত্র সংসদ নির্বাচন !

ডাকসু-এর পর হবে নজরুল বিশ্ববিদ্যালয় এর ছাত্র সংসদ নির্বাচন !

 

ছাত্রলীগের নতুন কমিটির প্রতিবাদে বিক্ষোভ  : সা.সম্পাদকের কুশপুত্তলিকা দাহ

নিহার সরকার,  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

দীর্ঘদিন ধরে বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ছাত্র প্রতিনিধি নির্বাচন যা ছাত্র সংসদ নির্বাচন নামে পরিচিত । এরশাদের ক্ষমতাচ্যুত হবার পর আর কোন সরকারই উদ্দ্যোগ নেয় নি ছাত্র সংসদ নির্বাচনের । সম্প্রতি ১৭ জানুয়ারি হাইকোর্টের এক নির্দেশে আগামী ৬ মাসের মধ্যে ডাকসুর নির্বাচন আয়োজন করার কথা বলা হয়েছে ।

ডাকসু-এর পর হবে নজরুল বিশ্ববিদ্যালয় এর ছাত্র সংসদ নির্বাচন !

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড.এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান বিজয় দিবস ২০১৭-এ সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মীদের সাথে এক সভায় আগামীর সময়ের ক্যম্পাস প্রতিনিধির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন “ডাকসুর পর প্রথম নির্বাচন করবো আমরা”। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার বীর মুক্তিযোদ্ধা মামুনুর রশিদ । ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন আমরাও চাই ছাত্র সংসদ নির্বাচন হোক তার জন্য সকল সহযোগিতা শিক্ষক সমিতা করবে বলে জানান তিনি। ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু বলেন ‘আমরা চাই ছাত্র সংসদ নির্বাচন হোক।নির্বাচনের মাধ্যমে সকল শিক্ষার্থীর প্রতিনিধি নির্বাচন জরুরী । নির্বাচন করতে ছাত্রলীগের পক্ষ থেকেও আমরা সহযোগিতা করবো’। বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন ‘আমরা চাই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব আসুক । এতে সকল সহযোগিতা করবে ছাত্রলীগ’ । বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের সহাবস্থানের প্রশ্নে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সাধারন সম্পাদক বলেন স্বাধীনতা বিরোধী শক্তি ব্যতীত সকলেই নির্বাচনে অংশগ্রহ্নন করুক তাতে আমাদের সহাবস্থান দ্বন্দমূলক হবার সুযোগ নেই । তবে কোনভাবেই বিশ্ববিদ্যালয়ের ক্ষতি সাধন প্রচেষ্টাকারীদের নিয়ে নয় তাদের ব্যতিরেখে নির্বাচন হবে ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment