অশ্রুশিক্ত নয়নে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল চট্টগ্রাম জেলা ইজতেমা

অশ্রুশিক্ত নয়নে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল চট্টগ্রাম জেলা ইজতেমা

মোস্তাফা কামরুলঃ-
মুসলিম জাহানের সুখ, শান্তি, সমৃদ্ধি, আল্লাহর রহমত ও মাগফেরাত কামনার করে অশ্রুশিক্ত নয়নে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হল চট্টগ্রাম জেলা ইজতেমা।ধর্মীয় আলোচন
অশ্রুশিক্ত নয়নে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল চট্টগ্রাম জেলা ইজতেমাহেদায়েতি বয়ান ও ইবাদতের মধ্য দিয়ে তিনটি দিন কাটানোর পর রোববার সকাল ১০ টা ২৫ মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাত শেষ হয় বেলা ১০টা ৪৫ মিনিটে। আরবি ও বাংলা ভাষায় মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাত বাংলাদেশের মুরব্বী মাওলানা জুবায়ের। এ সময় মোনাজাতে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত প্রার্থনা করেন তারা। এর আগে মোনাজাতে অংশ নিতে সকাল থেকে শীত উপেক্ষা চট্টগ্রাম ও আশেপাশের জেলাগুলো থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান দলেদলে যোগদান করেন। মোনাজাতের আগমুহূর্তে ইজতেমার প্রায় ৭০ একর ময়দান এবং আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণহয়ে যায়। মোনাজাত চলাকালে গোটা ময়দান এবং আশেপাশের এলাকা আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি শুক্রবার ভোরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল চট্টগ্রাম জেলার ইজতেমার

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment