আত্রাইয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের প্রচারণাকালে প্রতিপক্ষের হামলায় আহত ৯

আত্রাইয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের প্রচারণাকালে প্রতিপক্ষের হামলায় আহত ৯

নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের দু‘গ্রুপের প্রচারণাকালে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ৯ জন আহত হয়েছে। আহতদের আত্রাই ও রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নওশের আলী তার লোকজনসহ আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নে গণসংযোগ করছিলেন।
আত্রাইয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের  প্রচারণাকালে প্রতিপক্ষের হামলায়  আহত ৯এ সময় আওয়ামী লীগের আরেক গ্রুপের লোকজন ৭/৮টি মোটরসাইকেল যোগে দলীয় প্রচার কাজে কালিকাপুর ইউনিয়নের তারানগর নামক স্থানে পৌঁছলে দু‘গ্রুপ মুখোমুখি হয়। এসময় বাকবিতন্ডার একপর্যায় সংঘর্ষের সৃষ্টি হয়। এতে প্রতিপক্ষের হামলায় ৯জন আহত হয়। আহতরা হলো রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান মোহন (২৮), ছাত্রলীগ নেতা হেবুল (২৫), আব্দুর রহিম (১৮), সোহাগ (১৭), জিল্লুর রহমান (২৬), রবিন (১৮), সেলিম (২৫), রাণীনগর যুবলীগ নেতা সবুজ (২৫) ও সাদিকুল ইসলাম (৩২)। আহতদের মধ্যে সবুজ ও সাদিকুল আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্যরা রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে ভাংচুরকৃত ৪টি মোটরসাইকেল ছিল যা থানায় নিয়ে এসেছি। এ ব্যাপারে রাণীনগর থানার অফিসান ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বা কাউকে গ্রেফতার করা হয়নি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment