নকলের উৎসব নয় বেকায়দায় ফেলানোর উৎসব চলছে!

নকলের উৎসব নয় বেকায়দায় ফেলানোর উৎসব চলছে!

নিহার সরকার :  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

 গতকাল ৩১ জানুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেল যমুনা টেলিভিশন ,দৈনিক যুগান্তর সহ বেশকটি গণমাধ্যমে ‘কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিনের কক্ষে নকলের উৎসব’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে । যেখানে কলা অনুষদের ডিন প্রফেসর ড.মুশাররাত শবনম এর সম্পৃক্ততার কথা বলা হয়েছে ।

 

সেই প্রেক্ষিত আজ ১ ফেব্রুয়ারি কলা অনুষদের ডিন প্রফেসর ড.মুশাররাত শবনম বলেন এই সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন । একটি মহল আমার সম্মান ক্ষুন্ন করতে এই চেষ্টা করছে । তার লিখিত বিবৃতিতে আরো বলেন এই দোষ আমার নয় এটি সংগীত বিভাগের শিক্ষক(শিক্ষা ছুটির বিপরীতে নিয়োগপ্রাপ্ত) জনাব সাদমান তাহরীফের প্রত্যয় এর দায় । আর নকল এর বিষয়ে তিনি বলেন এটি কতিপয় শিক্ষার্থী জোরপূর্বক ভাবে নিজেরা সৃষ্টি করে গণমাধ্যমে প্রকাশ করেছ। তিনি আরো বলেন নকলের উৎসব নয় বেকায়দায় ফেলানোর উৎসব চলছে ! উল্লেখ্য সংগীত বিভাগের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের দাবি সাদমান তাহরীফ প্রত্যয় কে অব্যাহতি প্রদান করা । এই দাবিতে শিক্ষার্থীরা তার ক্লাস, পরীক্ষা বর্জন করে আন্দোলনে আছেন । গতকাল স্নাতকোত্তর ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষায় পরীক্ষা কক্ষে গার্ড দেয়ার দায়িত্ব নিজ থাকে নেয় সাদমান তাহরীফের প্রত্যয় । কিন্তু পরীক্ষার হলে তাকে পাওয়া যায় নি । প্রফেসর ড.মুশাররাত শবনম তার লিখিত বিবৃতির মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেন ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment