খালেদার সাজায় উচ্ছাস মুন্সীগঞ্জ আওয়ামী লীগের

খালেদার সাজায় উচ্ছাস মুন্সীগঞ্জ আওয়ামী লীগের

 মোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টার (মুন্সীগঞ্জ)॥

বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার দুর্নীতির মামলায় পাঁচ বছর সাজা খবরে মুন্সীগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছাস প্রকাশ করেছে। তবে বিএনপিকে মাঠে দেখা যায়নি। রায়কে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ২১ জেলার প্রবেশদ্বার ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা ছিল ব্যাপক জোরদার। র‌্যাব, পুলিশের টলহ ছিল চোখে পড়ার মত। শিমুলিয়া ঘাটে নেয়া হয় বিশেষ সর্তকতা। অন্য কোন যানবাহন না থাকায় শুধু আটকে থাকা ট্রাক পারাপার হয়েছে। ১৪টি ফেরি সচল ছিল। তবে যাত্রীবাহী বাস বা অন্যকোন জনযান নেই বলে জানান বিআইডব্লিউটিসির এজিএম শাহ খালেদ। লৌহজং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ মো. ওসমান গণি তালুকদার এবং সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকাদের নের্তৃত্বে আওয়ামী লীগের নেতা কর্মীরা শিমুলিয়া ঘাট ও মাওয়া চৌরাস্তা এলাকায় অবস্থান নেয়। জেলা শহরে আওয়ামী লীগ শান্তি মিছিল করে শহীদ মিনারে অবস্থান নেয়। তবে বিএনপিকে মাঠে দেখা যায়নি। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার র‌্যাব পুলিশের টহল ও তল্লাশি জোরদার করা হয়। তবে সকাল থেকেই এই মহাসড়কে যাত্রী ও যানবাহনের সংখ্যা তুলনামূলক অনেক কম ছিল। র‌্যাব-১১ মুন্সীগঞ্জের কোম্পানি কমান্ডার ও সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টের‌্যাবের টহল অব্যাহত রয়েছে। কেউ যাতে মহাসড়কে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টহল অব্যাহত থাকবে। এদিকে বিএনপি যাতে কোন ধরনের বিশৃঙ্খালা না করতে পারে, সেই জন্য জেলা আওয়ামী সকাল সাড়ে ১০ টার দিকে একটি মিছিল করে মুন্সীগঞ্জ কাছারী কেন্দীয় শহিদ মিনারে সামনে অবস্থান নেয়। এখানে ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, আওয়ামী লীগ সাবেক সংসদ সদস্য এম এ ইদ্রিস আলী, সদর উপজেলা চেয়ারম্যান আনিস-উজ-জামান এবং পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবসহ নেতকর্মীরা অবস্থান নেয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment