বিসিবিকে ধন্যবাদ দিলেন রাজ্জাক

দীর্ঘ চার বছর পর জাতীয় দলে ফিরেছেন টাইগার স্পিনার আব্দুর রাজ্জাক। ৩৫ বছর বয়সে দলে ফিরে চমক দেখিয়েছেন তিনি। প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি। তার দেয়ার অনেক কিছুই বাকি আছে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে প্রথম দিনই ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তিনি। নিয়েছেন চারটি উইকেট।

বৃহস্পতিবার ঢাকা টেস্টের প্রথম দিন শেষে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন আব্দুর রাজ্জাক। এদিন দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিসিবিকে ধন্যবাদ। তারা আমাকে দলে সুযোগ দিয়েছেন। যেকেউ যেকোনও সময় ডাক পেতে পারে। এজন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে। ফিটনেস ধরে রাখতে হবে। আত্মবিশ্বাসী থাকতে হবে।’৩৫ বছর বয়সে আপনার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনটা অন্য কারও জন্য অনুপ্রেরণা হতে পারে কি না? এমন প্রশ্নের উত্তরে আব্দুর রাজ্জাক বলেন, ‘হ্যাঁ, অবশ্যই এটা অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে। আমার মতো এরকম যারা আছে তারা আশান্বিত হতে পারে। বিসিবি এই নজির সৃষ্টি করেছে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফরম্যান্স করলে যেকোনও সময় যেকেউ দলে ফিরতে পারে।’মিরপুরে আজ শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। আজ সকালে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে তারা ২২২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। এরপর বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে। বৃহস্পতিবার দিন শেষে ১৬৬ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। হাতে রয়েছে ছয়টি উইকেট।  দিন শেষে লিটন দাস ২৪ রান করে ও মেহেদী হাসান মিরাজ ৫ রান করে অপরাজিত আছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment