শায়েস্তাগঞ্জে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষে পুলিশ সহ আহত ১০

শায়েস্তাগঞ্জে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষে পুলিশ সহ আহত ১০

রামেন্দ্র কিশোর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :-
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫ বছর ও তারেক রহমান সহ অপর ৫ আসামীর ১০ বছর কারাদন্ড রায়ের ঘোষনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আওয়ামীলীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ ১০ জন আহত হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায় নি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৩.৩০ টার দিকে পৌরশহরে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষে পুলিশ সহ আহত ১০স্থানীয় সূত্রে জানাযায় আওয়ামীলীগ নেতাকর্মীরা পৌরশহরে রেল ষ্টেশন এলাকায় কর্মসূচীর আলোচনা সভার অবস্থান নিলে বিএনপির নেতা কর্মীরা শহরের বাল্লা রেলগেইট এলাকা থেকে রায়ের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল নিয়ে ষ্টেশন রোডে যাওয়ার পথে দাউদনগর বাজার এলাকায় আসা মাত্র উভয় দল উত্তোজিত হয়ে ইট পাটকেল ছুড়াছুড়ি শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে ১ ঘন্টা যাবত ধাওয়া পাল্টা চলে। এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ পরিস্থিতিতে দোকান পার্টের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তবে পরিস্থিতির মোকাবেলায় শহরে পুলিশ মোতায়ন করা হয়েছে। বিকাল ৪টার দিকে আওয়ামীলীগের নেতাকর্মীরা রেলওয়ে পার্কিং এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment