লক্ষ্মীপুরে আওয়ামীলীগ-বিএনপির দুই গ্রুফের সংঘর্ষে সাংবাদিক সহ আহত-১৫

লক্ষ্মীপুরে আওয়ামীলীগ-বিএনপির দুই গ্রুফের সংঘর্ষে সাংবাদিক সহ আহত-১৫

আলমগীর হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:-
বেগম খালেদা জিয়ার মামলার রায়ের পর লক্ষ্মীপুরে আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক সহ কমপক্ষে আহত হয়েছে ১৫ জন। বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকার দিকে শহরের গোডাউন রোডে এ ঘটনা ঘটে। এ সময় লক্ষ্মীপুর ৩ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাস ভবনে হমলা চালিয়ে তার নিজ বাস ভবনে ভাংচুর করা হয়।পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রে আনেন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানান ,
লক্ষ্মীপুরে  আওয়ামীলীগ-বিএনপির দুই গ্রুফের সংঘর্ষে সাংবাদিক সহ আহত-১৫খালেদা জিয়ার রায় ঘোষনার পর পরে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাস ভবনের সামনে থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিএনপির মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিলের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি শাকের মাহমুদ রাসেল, দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি আনিস কবির,জে-টিবি অনলাইন টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রুবেল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রসিদ,ছাত্রদলের নেতা পয়েজ আহম্মদ,শাহীন,মুকুল,আমির হোসেন,পরান,যুবলীগ কর্মী সাইফ উদ্দিন আফলু,মিঠু ও সজিবসহ ১৫ জন আহত হন। এ সময় মিছিল থেকে লক্ষ্মীপুর সদর-৩ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,বাস ভবনের হামলা ও ভাংচুর করা হয়। আহত সাংবাদিক ও নেতা-কর্মীদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment