দোহারের চরকুশাই গ্রামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

আবুল হাশেম ফকির :-
ঢাকা জেলার দোহার উপজেলার কুসুমহাটী ইউনিয়নের চরকুশাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ্ মাষ্টার এর বাড়ীর আঙ্গি নায় ১০ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় লিটল চ্যাম্পিয়ন ও বেসিক নীড্স এগ্রো এর সৌজন্যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল ২০১৭/১৮ অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধন করেন কুসুমহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন আজাদ। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন। বক্তব্যে প্রধান অতিথি বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধমুলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।সবাই ঐক্যবদ্ধ ভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
সমাজের প্রতিটি পরিবারের মাঝে পারিবারিক অনুশাসন চেতনাবোধে জাগ্রত করতে হবে। ছেলে মেয়ে ভুল পথে পরিচালিত হলে সঠিক পথে ফিরিয়ে আনতে হব। আর যত বেশি টুর্নামেন্টের আয়োজন করা যাবে যুবকরা তত খেলাধুার প্রতি উৎসাহিত হবে।পাশাপাশি ছেলে মেয়েদের লেখাপড়ার মনোযোগিতায় ফিরিয়ে আনতে হবে। খেলায় চরকুশাই গ্রামের রাহাত ২-০ গেমে লটাখোলা গ্রামের রিমনকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি বাই সাইকেলটি জিতে নেন।রিমন রানার্স আপ ট্রফি কিক স্কুটিটি জিতে নেন। ড. প্রফেসর মোয়াজ্জেম হোসেন নিলু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমী) সালমা আক্তার,সাংবাদিক আবুল হাশেম ফকির,চর মাহমুদপুর ফাঁড়ীর ইনচার্জ এস আই নির্মল চন্দ্র দেব,ফুড ইন্সপেক্টর ইমরান হোসেন বুলবুল,সমাজসেবক আফসার শরীফ প্রমুখ। অনুষ্ঠান ও খেলার সার্বিক সহযোগীতায়, আসাদ-আর-রাকিব(বিদ্যুৎ), হালিম,সুমন মিয়া,রবিন ফকির,মাখন,লিটন,সাইদ, জাহাঙ্গীর, মোতালেব,জসিম,হাসান,সজিব,ফয়সাল,মেজবা,তনু, পিয়াস,সাকিব।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment