প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশকে আর কোনদিন পথ হারাতে হবে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশকে আর কোনদিন পথ হারাতে হবে না

মাহবুবুর রহমান টিপু,বিশেষ প্রতিনিধি(ঢাকা):-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার ফলে বাংলাদেশকে আর কোনদিন পথ হারাতে হবে না।যারা রাজনীতির নামে গাড়ীতে আগুন লাগিয়ে মানুষ হত্যা করেছেন,ইসলামের নামে কালিমা লেপন করতে যারা বোমা হামলা করেছেন এবং বিশ্বের কাছে বাংলাদেশকে আইএস এর ঘাটিঁ বানাতে চেয়েছেন তাদের সে স্বপ্নকে দু:স্বপ্নে পরিনত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মুকসুদপুর পদ্মা কলেজের শিক্ষা ও গৌরবের ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্নাঢ্য আয়ো জনে ”রজত জয়ন্তী” উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা বলেন।তিনি আরও বলেন,জঙ্গিবাদ,সন্ত্রাস,মাদক ও ইভটিজিংসহ সব অপশক্তিকে দুরে রাখতে শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতি,ইতিহাস ও ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত করে গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশকে আর কোনদিন পথ হারাতে হবে নামেয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,তোমরা নিজেরা শিক্ষায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিয়ে করবে না। বিভিন্ন সেক্টরে নারীদের অধিকার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিক্রিয়ায় তিনি আরোও বলেন,রায়ের মধ্যে দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং আইনের উর্ধে যে কেউ নয়,তা প্রমান হল।বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী এখন আর আগের মত নেই।তারা এখন অনেক এগিয়ে রয়েছেন। রজত জয়ন্তী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ড.খান মো.আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব:)অধ্যাপক ডা.এ.আর.খান। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন অর রশিদ,ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক মাহবুবুর রহমান,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা,ঢাকা জেলা প্রশাসক মো.সালাউদ্দিন,ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান,হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা.মো.জালাল উদ্দিন,দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমিন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান মোল্লা,ডা.জে.এইচ.গাজী,প্রতিষ্ঠানের জাপান শাখার অর্থ কমিটির সভাপতি এম.এ রহিম,সাধারন-সম্পাদক আখন্দ মো.সোহরাব হোসেন,লায়ন্স আব্দুস সালাম,ইঞ্জিনিয়ার মো.আবুল কাসেম।
রজত জয়ন্তী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো.জালাল হোসেন,প্রাক্তন অধ্যক্ষ মো.মুজিবুল হায়দার,প্রতিষ্ঠানের সদস্য মুক্তিযোদ্ধা ডা.আব্দুর রহমান পাখী,এ্যাড.একেএম আজিজুল হক বাবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক গিয়াস উদ্দিন আল-মামুন,সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন,মুকসেদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান,জেলা পরিষদের সদস্য মো.শাহজাহান মোল্লা, দোহার প্রেস ক্লাবের সেক্রেটারী মাহবুবুর রহমান টিপু, ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারী,অত্র প্রতিষ্ঠানটির শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment