আইনজীবীর মাধ্যমে হাজিরা দিলেন খালেদা

আইনজীবীর মাধ্যমে হাজিরা দিলেন খালেদা

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়েছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন তিনি।

আইনজীবীর মাধ্যমে হাজিরা দিলেন খালেদাবকশীবাজারে অবস্থিত ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগমের আদালতে রবিবার মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এ মামলায় জামিনে থাকা খালেদা জিয়া আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়ার মাধ্যমে আজ হাজিরা প্রদান করেন। এছাড়া এ মামলায় আগে থেকেই আইনজীবীর মাধ্যমেই হাজিরা মঞ্জুর ছিল।অপরদিকে একই মামলার আসামি ব্যারিস্টার আমিনুল হকের পক্ষে উচ্চ আদালতে স্থগিত থাকায় অভিযোগ গঠন পেছানোর সময়ের আবেদন করেন আইনজীবী। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সকল আসামিকে আগামী ২৫ মার্চ আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া জানান, এ মামলায় খালেদা জিয়া জামিনে রয়েছেন। আমরা আজ তার পক্ষে হাজিরা প্রদান করেছি। আদালত খালেদাসহ সকল আসামিকে আগামী ২৫ মার্চ আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করা হয়। ওই বছর ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment