ইরানে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে নিহত ৬৬

ইরানে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে নিহত ৬৬

ইরানের একটি যাত্রীবাহী বিমান দেশটির ইসফাহান প্রদেশের সেমিরোম শহর সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ৬৬ জন আরোহীর সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আসেমান এয়ারলাইন্স। বিমানটি আসেমান এয়ারলাইন্সের ছিল।
আসেমান এয়ারলাইন্সের মুখপাত্র জানায়, বিমানটি ইরানের রাজধানী তেহরান থেকে ইয়াসুজ যাচ্ছিলো। উড্ডয়নের ২০ মিনিট পর বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ওই সময় বিমানটি পাহাড়ি এলাকার আকাশে অবস্থান করছিল। বিমানের ধ্বংসাবশেষ ডেনা নামক পাহারে রয়েছে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তাছাড়া ভূমি থেকে ৪৪০ মিটার উঁচুতে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ। বিমানের ৬৬ জন আরোহীর মধ্যে ৬০ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে ১ জন শিশু রয়েছে। বিমানটি ফ্রান্স-ইতালিয়ান তৈরি এটিআর ৭২ মডেলের। ১৯৮০ দশকে এই মডেলের বিমান আন্তর্জাতিক বিমান পরিষেবায় যুক্ত হয়। তবে ইরানে এ ধরনের বিমান ১৯৯৩ সালে সরবরাহ করা হয়। সূত্র : আরটি, এএফপি

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment