ঝিনাইদহে নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহে নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহে গৃহবধূ রূপালীকে নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। জেলা মানবাধিকার ফোরাম রবিবার দুপুরে শহরের পোষ্ট অফিস মোড়ে এই কর্মসূচির আয়োজন করে।
ঝিনাইদহে নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন স্থানীয় মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় বক্তব্য দেন মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সাবেক উপাধ্যক্ষ এনএম শাহজালাল, শরিফা খাতুন, শিবু পদ বিশ্বাস, হাবিবুর রহমান, শাহীনুর আলম লিটন, জাহিদুল ইসলা, প্রতাপ বিশ্বাস প্রমুখ। রূপালীকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলার আসামি ও নারী ও শিশু নির্যাতনকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান বক্তারা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment