সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশের অনুমতি অনিশ্চিত

সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশের অনুমতি অনিশ্চিত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে ২২ ফেব্রুয়ারি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে ডিএমপি কমিশনারের সাক্ষাৎ করেছে দলটির নেতারা।
সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশের অনুমতি অনিশ্চিতসোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়ার সঙ্গে দেখা করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজমদ খান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে আরো ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদসহ চারজন। ব্যাপারে আবদুস সালাম আজাদ বলেন, আমরা সমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছি। তার সঙ্গে সমাবেশসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছি।

তিনি আরো জানান, কমিশনার আমাদের বলেছেন, ভাষার মাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সব ধরনের ব্যবস্থা নেব। তাই কাউকে রাজপথে সভা-সমাবেশের অনুমতি দেয়ার পরিকল্পনা নাই। তারপরও আমরা অনুমতির বিষয়ে আশাবাদী। আমরা মনে করি, তারা গণতন্ত্রের পথ রুদ্ধ করবে না। আবদুস সালাম আজাদ বলেন, ডিএমপি কমিশনার আমাদের বলেছেন, আওয়ামী লীগ সমাবেশের অনুমতি চেয়েছিল; কিন্তু তাদেরকে এ মাসে কোনো সমাবেশের অনুমতি দেয়া হয়নি। আর সে জন্য তারা আগামী মার্চে সমাবেশের অনুমতি চেয়েছে। আমাদেরও তিনি বলেছেন, আপনারা পরবর্তী সময়ে সভা-সমাবেশের আয়োজন করুন, আমরা সেটি বিবেচনা করব।

বিএনপির এই নেতা আরো বলেন, ডিএমপি কমিশনার আমাদের বলেছেন, আপনারা ইনডোর প্রোগ্রাম করলে আমরা সেখানে আপনাদের সহযোগিতা করব। আমরা তাকে বলেছি, চেয়ারপারসনের নির্দেশে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ। পরে আবারো তার সঙ্গে দেখা করার কথা বলেছি। খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে ২২ ফেব্রুয়ারি সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এ জন্য সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টনে অনুমতি চেয়ে আবেদন করেছে ডিএমপিতে। কিন্তু আনুষ্ঠানিক না হলেও অনুমতি যে পাবেন না তা বিএনপি নেতাদের নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment