‘জেগে উঠা’ মা-বোনদের রাস্তায় ডাকলেন ফখরুল

‘জেগে উঠা’ মা-বোনদের রাস্তায় ডাকলেন ফখরুল

দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের প্রতিবাদে রাস্তায় নেমে আসনে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই রায় নারী সমাজ ‘জেগে উঠেছে’ বলেও মনে করেন বিএনপি মহা সচিব। ফখরুল বলেন, ‘মা বোনেরা জেগেছেন, তাদেরকে আমি অনুরোধ জানাব, আপনাদেরকে সবাইকে নিয়ে রাস্তায় নামতে হবে।’ খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সব মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব। এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।ফখরুল বলেন, ‘দেশকে উদ্ধার করতে হবে, দেশনেত্রীকে (খালেদা জিয়া) উদ্ধার করতে হবে।
‘জেগে উঠা’ মা-বোনদের রাস্তায় ডাকলেন ফখরুলকারণ এখন দেশ এবং খালেদা জিয়া এই দুটো যেমন একাকার হয়ে গেছেন তেমনিভাবে গণতন্ত্র এবং খালেদা জিয়াও একাকার হয়ে গেছেন। তাই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে আমাদের সমস্ত শক্তি দিয়ে জনগণের শক্তি দিয়ে।’ গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত। রায় ঘোষণার তারিখ ঘোষণার দিন বিএনপি খালেদা জিয়ার সাজা হলে দেশে আগুন জ্বালিয়ে দেয়ার ঘোষণা দিলেও পরে নমনীয় নানা কর্মসূচি পালন করছে। এই রায়ে কষ্ট পাওয়া ফখরুল তার দুঃখ ও কষ্ট কোথায় রাখবেন না জানেন না। বলেন, ‘যে নেত্রী গণতন্ত্রের জন্য তার সমস্ত জীবনকে উৎসর্গ করেছেন, যিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন, রাজপথে চারণ কবির মতো ঘুরে বেড়িয়েছেন সেই নেত্রীকে আজকে এই অনির্বাচিত, অবৈধ ফ্যাসিস্ট সরকার… মিথ্যা মামলায় কারারুদ্ধ করেছে।’ বিএনপি নেতার দাবি, ‘আসন্ন নির্বাচনে তিনি (খালেদা জিয়া) যদি বাহিরে থাকেন এবং নির্বাচনে তিনি যদি নেতৃত্ব দেন তাহলে তারা (আওয়ামী লীগ) কোনভাবেই আর ক্ষমতায় ফিরে আসতে পারবে না।’সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিটি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, ব্যাংক, শেয়ার বাজার থেকে হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, তাদের কোন বিচার হচ্ছে না।
কারণ সেগুলোর সাথে সরকার জড়িত।’আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, নিলুফার ইয়াসমিন মনি, মহিলা দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য  ইয়াসমিন আরা হক প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment