ক্রিকেট ব্যাট হাতে জাস্টিন ট্রুডো ও তার সন্তানরা

ক্রিকেট ব্যাট হাতে জাস্টিন ট্রুডো ও তার সন্তানরা

ভারত ও কানাডার গণমাধ্যমে জাস্টিন ট্রুডোকে নিয়ে যা খুশি লেখা হোক। তাতে কানাডার প্রধানমন্ত্রীর কিছু আসে যায় না। সেটাই বুঝিয়ে দিলেন বৃহস্পতিবার দিল্লিতে ছোট শিশুদের সঙ্গে ক্রিকেট খেলে। রাষ্ট্রীয় সফরকে সাইড লাইনে রেখে ক্রিকেট ব্যাট নিয়ে শিশুদের সঙ্গে খেলায় নেমে পড়েন জাস্টিন ট্রুডো। এদিন পুরো পরিবার নিয়ে মাঠে নামতে দেখা যায় ট্রুডোকে। এসয় তাদের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কপিল দেব ও ক্রিকেটার আজহার উদ্দিন।
ক্রিকেট ব্যাট হাতে জাস্টিন ট্রুডো ও তার সন্তানরামাঠে ট্রুডো ক্রিকেট ব্যাট নিয়ে কসরত করেন। দুই একটি বল মোকাবেলা করেন। পরে স্কুলের ক্রিকেটারদের সঙ্গে ফটো সেশন করেন।গত ১৭ ফেব্রুয়ারি শনিবার সাতদিনের সফরে ভারতে আসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার সঙ্গে স্ত্রী ও তার তিন সন্তান এসেছে। ভারতের বিভিন্ন শহরে ঘোরাঘুরি করছেন তারা। ইতিমধ্যে ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো, এবং তাদের তিন সন্তান এলা গ্রেস, জ্যাভিয়ার ও হ্যাডরিন আগ্রার তাজমহল, অমৃতসরের স্বর্ণ মন্দির, গুজরাটের অক্ষরধাম মন্দির ও সাবরমতি আশ্রম ঘুরে দেখেছেন। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। ভারত ও কানাডার বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে। এসব চুক্তির মধ্যে রয়েছে বেসামরিক পরমাণু সহযোগিতা, প্রতিরক্ষা, মহাকাশ, জ্বালানি, শিক্ষা ও বাণিজ্য। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, এএনআই

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment