শ্রীপুরে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

শ্রীপুরে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সাগর আহামেদ মিলন গাজীপুর প্রতিনিধিঃ-
গাজীপুরের শ্রীপুরে কর্মরত প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার  সকল সাংবাদিকবৃন্দ দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ও প্রতিবেদক শেখ শফিউদ্দিন জিন্নাহ এর বিরুদ্ধে বগুড়া আদালতে দুটি মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। রোববার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন প্রবেশমুখে প্রধান সড়কে আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে সাংবাদিক, সুশিল সমাজ ও সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় গত ২৮ জানুয়ারি ‘বগুড়ার ঘাটে ঘাটে ইয়াবা’ সংবাদে বগুড়াসহ সারা দেশে ব্যাপক আলোচনার ঝড় উঠে। পরে অনুসন্ধানীমূলক এ  প্রতিবেদনের উপর  জাতীয় সংসদে আলোচনা হয় এবং বগুড়া জেলা প্রশাসন ইয়াবা ব্যবসা নির্মূলে নড়েচড়ে বসে।
ফলে নিজেদের দোষ ঢাকতে গত ১৮ ফেব্রুয়ারি ওই ইয়াবা গডফাদার মঞ্জুরুল আলম মোহন ও আব্দুল মান্নান ওরফে ফেম মান্নান বগুড়া আদালতে ৯ কোটি টাকার মানহানির পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বার্তা সম্পাদক ও প্রতিবেদককে বিবাদী করা হয়। তারপর থেকেই বগুড়াসহ সারাদেশে বিভিন্ন জেলা উপজেলায় মানববন্ধনসহ প্রতিবাদ সভার আয়োজন করেন  সাংবাদিক সমাজ। এরই ধারাবাহিকতায় গাজীপুরের শ্রীপুরে এ মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনপূর্ব প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সংবাদপত্রের উপর হামলা-মামলা চালিয়ে প্রতিক্রিয়াশীল চক্র দেশে মুক্তমত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করে চলছে। মানববন্ধনে অংশগ্রহণকারী দৈনিক কালের কণ্ঠের গাজীপুর আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ বলেন, আগামী ৭দিনের মধ্যে যদি ইয়াবা গডফাদারদের করা উদ্দেশ্য প্রণোদিত বনোয়াট ও মিথ্যা এ মামলার প্রত্যাহার করা না হয় তবে সাংবাদিক সমাজ আরো কঠিন কর্মসূচির দিকে অগ্রসর হবে।
প্রয়োজনে শ্রীপুর থেকেই প্রথম কলম বিরতী কার্যক্রমের ঘোষণা দিবে। এ সময় অন্যান্য বক্তারা আরো বলেন,  জাতীয় নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে দেশ ধ্বংসের নেশায় মরিয়া কিছু অসাধু ব্যবসায়ী কালোবাজারীরা সংবাদপত্র ও সাংবাদিকদের উপর  দমন-পীড়ন চালিয়ে শুধুমাত্র সাংবাদিকদের কলমকে থামাতে চাচ্ছে না বরং  সরকারের ভাবমূর্তি বিনষ্ট করারও গভীর ষড়যন্ত্রের নীল নকশা আকঁছে। বগুড়ার মঞ্জুরুল আলম মোহন ও আবদুল মান্নান ওরফে ফেম মান্নানকে ইয়াবা গডফাদার আখ্যা দিয়ে অবিলম্বে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান সাংবাদিকরা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment