উল্লাপাড়ায় নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে দিলেন ইন্জিনিয়ার শামসুল আলম(শফি)

উল্লাপাড়ায় নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে দিলেন ইন্জিনিয়ার শামসুল আলম(শফি)

আলমগীর হোসেন আলম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের শিবপুর কলেজ পাড়ায় ইন্জিনিয়ার শামসুল আলম (শফি) এর নিজস্ব অর্থায়নে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে একটি রাস্তার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ঐই গ্রামে প্রায় ২০ টা পরিবারের বসবাস।মানুষ আছে, বসত ভিটা আছে,কিন্তু দুঃখজনক হলো তাদের চলাচলের জন্য নেই কোন রাস্তা। স্বাধীনতার পরে কেউ খাল ভরাট করে রাস্তা নির্মাণ করে দেয়নি কোন জনপ্রতিনিধি।বৃষ্টি ও বন্যার সময় যেনো তাদের দূর্ভোগের শেষ নেই।কেউ মৃত্যুবরণ করলে,
উল্লাপাড়ায় নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে দিলেন ইন্জিনিয়ার শামসুল আলম(শফি)জানাজা করতে নিয়ে যেতে গেলে বা গর্ভবর্তী কোন মা হাসপাতালে যেতে চরম দূর্ভোগ পোহাতে হয়।ঘর বাড়িতে আগুন ধরলে তা নিভানোর জন্য কোন ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করার মত রাস্তা ছিলো না।এতো দিন যেনো কেউ ছিল না এই দুর্দশা দেখবার। এলাকার সাধারন মানুষের এই দূর্ভোগের চিত্র নিজের চোখে দেখার পর কামারখন্দ থানার দশষিকা গ্রামের ইন্জিনিয়ার শামসুল আলম ( শফি) তার নিজস্ব অর্থায়নে শিবপুর রেল লাইন থেকে মৃত মুন্সুর আলী ফকির এর  বাড়ি পর্যন্ত প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে একটি রাস্তা নির্মাণ করে দেন।  আনন্দঘন এ সময়ে উপস্থিত ছিলেন,উল্লাপাড়া পৌর মেয়র এসএম নজরুল ইসলাম,৭ নং ওয়ার্ডের কাউনসিলর আজাদ হোসেন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলা-উদ্দিন আলা,ইউসুফ আলী মুন্টু মাষ্টার, সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম,আশরাফ প্রামাণিক, আমজাদ,কুদ্দুস, বিশিষ্ট মুরব্বীয়ান ও এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নেতা বলেন,
যেখানে রাস্তার উন্নয়নের টাকা  স্থানীয় অনেক জনপ্রতিনিধি লুটেপুটে খাচ্ছে, সেখানে নিজের অর্থে জন দুর্ভোগ লাঘবে সাবেক এমপি চয়ন ইসলাম  রাস্তা নির্মাণ করে দিলেন এটা বিরল ঘটনা । এলাকাবাসী দারুণ খুশি ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment