সিরাজদিখানের কৃষকদের টমেটো চাষে আগ্রহ বাড়ছে

সিরাজদিখানের কৃষকদের টমেটো চাষে আগ্রহ বাড়ছে

ইসমাইল খন্দকার,সিরাজদিখান (মুন্সীগঞ্জ);-
সিরাজদিখানে টমেটো চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, গত বছর সিরাজদিখানে ৩৫ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছিল। এবার চাষ হচ্ছে ৫৫হেক্টর জমিতে । এখন টমেটো গাছের পরিচর্যায় কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। দুই-একজন কৃষক তাদের জমির টমেটো বিক্রি করলেও অধিকাংশ কৃষকের টমেটো এখনও বিক্রির উপযোগী হয়ে উঠেনি আর ক’দিন পরেই তারা তাদের জমি থেকে টমেটো তুলে বিক্রি শুরু করবেন।
সিরাজদিখানের কৃষকদের টমেটো চাষে আগ্রহ বাড়ছেউপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের টমেটো চাষি মো.সাখওয়াত হোসেন জানান, দুই আড়াই মাস আগে, ৪০ শতাংশ জমিতে ১লাখ ৫০হাজার টাকা খরচে টমেটো চাষ শুরু করি । থাইল্যান্ড ও জাপান এই দুইটা জাতের টমেটো চাষ করছি । প্রথম দিকে পোকামাকর ও রোগ আক্রমন করলেও তেমন কোনো ক্ষতি করতে পারেনি। উপজেলার কৃষি অফিসের সহযোগীতায় এখন পর্যন্ত গাছ ভাল আছে। আসা করি যেমন ফলন হয়েছে অনেক লাভবান হবো। উপজেলা কৃষি স¤পসারণ অধিদপ্তরের উপ কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আবহাওয়া অনুকুলে থাকায় গত বছরের তুলনায় এ বছর টমেটো গাছ ভাল রয়েছে ।এবার টমেটো চাষ করা হয়েছে ৫৫ হেক্টর।যা গতবছরের তুলনায় ২০ হেক্টর বেশি চাষ হয়েছে।আমি আশাকরি ভবিষ্যতে টমেটো চাষে চাষিদের আগ্রহ বারবে বলে ধারনা করা হচ্ছে

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment