সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর মায়ের দাফন সম্পন্ন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর মায়ের দাফন সম্পন্ন
মোঃশাহাদাত হোসেন নিশাদ,নোয়াখালী প্রতিনিধিঃ 
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির মা বেগম ফজিলাতুন্নেছা (৯২) এর দাফন সম্পন্ন হয়েছে। ২৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার বিকাল ৩টায় কোম্পানীগঞ্জের সরকারী মুজিব কলেজ মাঠে জানাজা শেষে সাড়ে ৩টায়  পারিবারিক কবরস্থানে তাঁকে তাঁর স্বামী মৃত মোশাররফ হোসেনের কবরের পাশে দাফন করা হয়। জানাজায় ওবায়দুল কাদের ও তাঁর পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন ছাড়াও উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম,আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সংসদ সদস্য ও আ’লীগের যুগ্মু-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ,
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর মায়ের দাফন সম্পন্ন নোয়াখালী-২ আসনের সংসদ সদশ্য এইচএম ইব্রাহিম, কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল,সাবেক কেন্দ্রীয় নেতা আলা উদ্দিন নাসিম, ফেনী-৩ আসনের সংসদ সদশ্য ও ফেনী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-১ আসনের সংসদ মোর্শেদ আলম, উপজেলা চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আ’লীগ সভাপতি খায়রুল আলম সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি নুরুল করিম জুয়েল সদর পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল কবিরহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন রুমি,কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আ’লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা। জানাজা শেষে মরহুমার কফিনে ফুল দিয়ে কেন্দ্রীয় আ’লীগ, জেলা আ’লীগ,উপজেলা আ’লীগ, জেলা ও উপজেলা ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এদিকে কোম্পানীগঞ্জবাসী তাদের প্রিয় নেতা ওবায়দুল কাদেরের মায়ের জানাজায় অংশগ্রহন করতে মঙ্গলবার সকাল থেকেই দূর দূরান্ত থেকে ওবায়দুল কাদেরের বাড়ি ও সরকারী মুজিব কলেজ মাঠে হাজির হতে থাকে নানা বয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সারি বদ্ধভাবে দাঁড়ানো তাদের প্রতিটি চেহারাতেই ছিলো আপনজন হারানোর বিষন্নতা। উল্লেখ্য সোমবার রাত ১০.৩৫মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওবায়দুল কাদেরের ৯২ বছর বয়সী মা বেগম ফজিলাতুন্নেছা ইন্তেকাল করেন। জানাযায়,
বেগম ফজিলাতুন নেছা হৃদরোগে আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। জানাজা পূর্ব মুহুর্তে ওবায়দুল কাদের এক সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমার সফলতার পেছনে সকল অনুপ্রেরণা ছিলো আমার মা। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন এবং অজান্তেও যদি আমার মা আপনাদের কারো মনে

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment