খুলনা মংলা রেলপথ নির্মান প্রকল্পের প্রতিনিধি দলের মহিষ প্রজনন খামার পরিদর্শন ও দুই মন্ত্রানালয়ের যৌথ সভায় এম,পি বাদশা

খুলনা মংলা রেলপথ নির্মান প্রকল্পের প্রতিনিধি দলের মহিষ প্রজনন খামার পরিদর্শন ও দুই মন্ত্রানালয়ের যৌথ সভায় এম,পি বাদশা

আবু হানিফ, বাগেরহাট:
খুলনা মংল রেলপথ নির্মান প্রকল্পের প্রতিনিধি দল গতকাল সোমবার সকালে বাগেরহাটের মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের ভীতর দিয়ে রেল লাইনের এল্যাইমেন্ট সংক্রান্ত বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেন।পরিদর্শন শেষে খুলনা মংল রেলপথ নির্মান প্রকল্পের প্রতিনিধি দল ও মৎস্য প্রানী সম্পদ মন্ত্রানালয়ের প্রতিনিধিদের সাথে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মো: সাইফুজ্জামান খানের সভাপতিত্বে ও মহিষ খামারের ব্যবস্থাপক ডা: মো: লুৎফর রহমানের সার্বিক পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন,মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ এ্যাড: মীর শওকাত আলী বাদশা এম,পি।

খুলনা মংল রেলপথ নির্মান প্রকল্প পরিচালক মো: মজিবর রহমান,প্রজেক্টের জেনারেল ম্যানেজার এস,কে,সিনহা,অতিরিক্ত প্রধান প্রকৌশলি আহম্মেদ হোসেন মাসুদ,নির্বাহী পরিচালক মো: আ: রহিম, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রানালয়ের সচীব মো: রইছউল আলম মন্ডল,প্রানী সম্পদের মহাপরিচালক মো: আইনুল হক,গবেশনা ইনষ্ঠিউট এর মহাপরিচালক ড,ইয়াহিয়া মাহমুদ,যুগ্ন পরিচালক মো: লিয়াকত আলী বিভাগীয় প্রানী সম্পদ কর্মকর্তা কল্যান কুমার পোদ্দার,জেলা প্রশনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন.উল.হাসান,পুলিশ সুপারের পক্ষে এস,এসপি সার্কেল মো: মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো: জিয়া হায়দার,ডা সজ্ঞয় মন্ডলসহ দুমন্ত্রানালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সভাশেষে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের মধ্যে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ এ্যাড: মীর শওকাত আলী বাদশা এম,পিসহ দুই মন্ত্রানালয়ের কর্মকর্তার ফলের চারা রোপন করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment