রাউজানে অগ্নিকান্ডে পুড়েছে ৪ বসতঘর, ২০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি

রাউজানে অগ্নিকান্ডে পুড়েছে ৪ বসতঘর, ২০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি
আমির হামজা, রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকান্ডে ৪বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।  গত (১৪-মার্চ) সন্ধ্যায় ৭টার দিকে রাউজান উপজেলার  ইউনিয়ন ৬নং ওয়ার্ডে দেওয়ানপুর গ্রামের ডাঃ রজিৎ ডা বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শট সার্কিট বা অাসনঘরে থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা। খবর পেয়েও স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিন রাঙ্গুনিয়ার ও সাবেক ছাত্রলীগনেতা অাজিম উদ্দিন ফায়ার সার্ভিস খবর দিলে, দ্রুত সময়ে অাগুন নিয়ন্ত্রণে অানতে কাজ করেন। তবে এ সময় স্থানীয় মানুষ এগিয়ে এসে দীর্ঘ দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউপি সদস্য বাসু ঘোষ জানান, বুধবার সন্ধ্যায় ৭টা দিকে দক্ষিণ দেওয়ান পুর সেন পাড়া গ্রামের রবি চনদ্র সেন (৭৫) ঘরে আগুন ধরে যায়।

এসময়, মুহুর্তের মধ্যে আগুন অন্য ঘরে ছড়িয়ে পড়লে সাধু সেন(৬০) মধু সেন (৫৫) রানা সেন (৪০) তাদের পিতা মৃত গরিন্দ্র সেন। বসতঘর পুড়ে যায়। আগুনে ঘরে থাকা আসবাবপত্র,নগদ টাকা ও গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment