নবাবগঞ্জে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে মারধর

নবাবগঞ্জে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে মারধর

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় নাবাবগঞ্জ উপজেলায় শিকারীপাড়া ইউনিয়নের হাগ্রাদি গ্রামের এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার আল-আমিন (২৫) নামে এক মাদকসেবীর বিরুদ্ধে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আল-আমিন হাগ্রাদি গ্রামের হিরণ আলীর ছেলে বলে জানা যায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের এক মেয়ের মাধ্যমে আল-আমিন ওই গৃহবধূকে নিয়ে বেড়াতে যাবার প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখান করলে আল-আমিন নিজে এসে ওই গৃহবধূকে কু-প্রস্তাব করে। তখন ওই গৃহবধুর হাতে থাক থালা-বাটি আল-আমিনের উপর ছুড়ে মারেন।
ওই গৃহবধূ জানান, আল-আমিন তাকে কয়েক মাস ধরেই কু-প্রস্তাব করে আসছে। একথা আল-আমিনের মায়ের কাছে গিয়ে বললে উল্টো আমাকে বকাঝকা করেন এমনকি মারধরও করেন। এ ঘটনায় বারুয়াখালী তদন্ত কেন্দ্রে অভিযোগ করতে গেলে ওই গৃহবধূকে গত ১২ মার্চ বাড়ির রাস্তার পাশে প্রকাশ্যে মারধর করেন। এসময় তার কোলে থাকা সাত মাসের শিশু সন্তানটিকে ছিটকে ফেলে দেয় আল-আমিন। আহত অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নির্যাতনের স্বীকার ওই গৃহবধূর স্বামী বলেন, থানায় অভিযোগ করায় আল-আমিন বিভিন্নভাবে তাদের হুমকি দিচ্ছে। অভিযোগ না তুললে পরিবারের সবার উপর আল-আমিন হামলা চালাবে একথা বলে বেড়াচ্ছেন।
বারুয়াখালী তদন্ত কেন্দ্রের এসআই অখিল রঞ্জন বলেন, গৃহবধূকে মারধরের ঘটনায় মৌখিক অভিযোগের ভিত্তিতে আল-আমিন কে ধরতে গেলে তাকে পাওয়া যায়নি।
নবাবগঞ্জ থানার এস আই কামরুল হাসান বলেন, এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। আমরা দুইদিন গিয়েছিলাম আসামিকে ধরতে। প্রথমদিন তাকে ধাওয়া করলে সে পালিয়ে যায়। দ্বিতীয় দিন গিয়েও তাকে ধরতে পারিনি, সে এখন পলাতক আছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment