কয়েড়ার কুখ্যাত জাল টাকা ব্যবসায়ী শাহিন মিয়া গ্রেফতার

কয়েড়ার কুখ্যাত জাল টাকা ব্যবসায়ী শাহিন মিয়া গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী মো. শাহিন মিয়া (৩৮), ও তার সহযোগী ব্যবসায়ী আবু সালেহ (২০) নামের দু’জন কুখ্যাত ব্যবসায়ীকে গ্রেফতার করছে ভূঞাপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে শাহিন, কালিহাতী উপজেলার লুহুরিয়া গ্রামের পিতা (অজ্ঞাত ) নামের সালেহ।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ভূঞাপুর থানা ইনচার্জ অফিসার আব্দুস ছালাম মিয়ার নির্দেশক্রমে উপজেলার নিকরাইল বাজারের দক্ষিণ পাশে কলেজ মসজিদ চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানার ইনচার্জ অফিসার আব্দুস ছালাম মিয়া জানান, গ্রেফতারকৃত শাহিন ও আবু সালেহ দীর্ঘদিন ধরে জালটাকার ব্যবসা করে আসছে। এক গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি ফোর্স অভিযান চালিয়ে উপজেলা নিকরাইল বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা নিকরাইল বাজারে জাল টাকা বিক্রি করতে এসেছিল বলে জানান। তাদের কাছ থেকে ৫০০ টাকার কথিত ১২টি  জাল নোট উদ্ধার করা হয়। পরে তাদের কে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়।

থানা অফিসার আরো জানান, শাহিনের নামে জাল টাকার ব্যবসার অপরাধে থানায় আরো চারটি মামলা রয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment