মেডিকেল বোর্ডের দেয়া ওষুধ খাচ্ছেন না খালেদা জিয়া

মেডিকেল বোর্ডের দেয়া ওষুধ খাচ্ছেন না খালেদা জিয়া

অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে বৃহস্পতিবার তার আদালতে হাজির হওয়ার কথা ছিল। ২২ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে।

 

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আদালতকে জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী ওষুধ সেবন করছেন না সাবেক এই প্রধানমন্ত্রী।

 

দুদকের প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল জানান, খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক দিয়ে তার চিকিৎসা করাবেন বলে জানিয়েছেন। এ কারণে তিনি মেডিকেল বোর্ডের দেয়া ওষুধ সেবন করছেন না। এজন্য ব্যক্তিগত চিকিৎসক দিয়ে খালেদা জিয়ার চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে।

 

অন্যদিকে খালেদা জিয়া অসুস্থ থাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মামলার বিচার প্রক্রিয়া শুরুর জন্য আগামী ধার্য তারিখে দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হবে বলে জানান প্রসিকিউটর কাজল।

 

দুদকের এই আবেদনের তীব্র বিরোধিতা করেছেন খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান। তিনি বলেন, সুপ্রিম কোর্ট অনুযায়ী আদালত চলে। সংসদীয় গণতন্ত্রের সময় দুদকের পিপি এমন কথা বলতে পারেন না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কাজ চলার বিষয়টিকে বাড়াবাড়ি বলে তিনি অভিহিত করেন।

 

দুদকের আইনজীবী কাজল আদালতকে জানান, খালেদা জিয়া আরথ্রাইটিস রোগে ভুগছেন। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু মেডিকেল বোর্ডের চিকিৎসা তিনি নেবেন না। বোর্ডের ওষুধ তিনি খাচ্ছেন না। খালেদা জিয়াকে চাহিদা মোতাবেক গৃহকর্মী দেয়া হয়েছে। তাকে ব্যক্তিগত চিকিৎসক দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment