চাকরির লোভ দেখিয়ে তরুণীকে ‘শেখের’ কাছে বিক্রি

চাকরির লোভ দেখিয়ে তরুণীকে ‘শেখের’ কাছে বিক্রি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই শহরে বিক্রয়কর্মী হিসেবে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হায়দরাবাদের এক তরুণীকে। তবে শেষ পর্যন্ত সে চাকরি পাননি তিনি। বদলে গৃহকর্মী হিসেবে এক শেখের কাছে তাকে বিক্রি করা হয়।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত তিন সপ্তাহ দুবাইতে দুঃসহ জীবন কাটানোর পর সেই তরুণী ভারতে ফিরে যান।

ওই তরুণী জানান, হায়দরাবাদের এক এজেন্ট তাকে দুবাইয়ের সুপারমাকের্টে বিক্রয়কর্মী হিসেবে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন। গত ১৮ মার্চ তিনি তাকে আরব আমিরাতের সারিয়াহ শহরে পাঠান। সেখানে পৌঁছানোর পর তাকে একটি অফিসে নেওয়া হয়।

তরুণী আরও জানান, সারিয়াহ থেকে এক শেখ তাকে কিনে বাহরাইন নিয়ে যান। পরে তাকে নিয়ে যাওয়া হয় ওমানে। সেখানে তাকে গৃহকর্মী হিসেবে নিযুক্ত করা হয়।

ভারতের ওই তরুণী অভিযোগ করে বলেন, ‘সেখানে কাজের অনেক চাপ ছিল, আমাকে নির্যাতন করা হতো এবং পর্যাপ্ত খাবারও দেওয়া হতো না।’

পরে ওই তরুণী বিষয়টি তার মাকে জানান। মেয়ের অবস্থা জানার পর তার পরিবার ওমানের রাজধানী মাসকটে অবস্থিত ভারতীয় দূতাবাসে পৌঁছান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়। এখন তিনি আবার হায়দরাবাদে ফিরে এসেছেন।

বিপদ থেকে উদ্ধারের জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং মাসকটে ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানান ওই তরুণী।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment