গাজীপুর সিটিতে গতবারের চেয়ে আরো বেশি ভোটে বিজয়ী হবে বিএনপি ……..ড. খন্দকার মোশারফ

গাজীপুর সিটিতে গতবারের চেয়ে আরো বেশি ভোটে বিজয়ী হবে বিএনপি ........ড. খন্দকার মোশারফ
স্টাফ রিপোর্টার:
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় ঐক্যজোটের মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকাররে পক্ষে গতকাল বুধবার বিকেলে হাসান সরকারের বাসভবনের আঙ্গিনায় গাজীপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির গাজীপুর সিটি নির্বাচনের সমন্বয়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।
বক্তৃতায় ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, সুষ্ঠু ভোট হলে গাজীপুর সিটিতে বিএনপি গতবারের চেয়ে আরো বেশি ভোটে বিজয়ী হবে। এই নির্বাচন আমাদের আন্দোলনের অংশ। এই নির্বাচন দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন, জনগনের ভোটাধিকার আদায়ের নির্বাচন।
এমন এক সময়ে গাজীপুর ও খুলনা সিটিতে নির্বাচন হতে যাচ্ছে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার চক্রান্ত চলছে।
ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদত অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, গাজীপুর জেলা বিএনপির সাধারণ কাজী সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান, হুমায়ুন কবির, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সালাহ উদ্দিন সরকার, যুগ্ন সম্পাদক সোহরাব উদ্দিন, সুরুজ আহমেদ, শওকত হোসেন সরকার, মাহবুবুল আলম শুক্কুর, রফিকুল আজিজ প্রিন্স প্রমুখ ।
 প্রধান অতিথির খন্দকার মোশারফ হোসেন আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্ধী করায় তার জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। এই নির্বাচন হাসান সরকারের একার নির্বাচন নয়; এই নির্বাচন বিএনপিসহ সকল মজলুম দল ও সর্বস্তরের মজলুম জনতার নির্বাচন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment