যন্ত্রাইল ইউনিয়নের সচিবের কোটি টাকা ব্যায়ে বাড়ি নির্মান                                          অবৈধ অর্থের উৎস জানতে চান যন্ত্রাইলবাসী

যন্ত্রাইল ইউনিয়নের সচিবের কোটি টাকা ব্যায়ে বাড়ি নির্মান                                          অবৈধ অর্থের উৎস জানতে চান যন্ত্রাইলবাসী
বিশেষ প্রতিনিধি:
নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ইউপি সচিব বাবুল হোসেন বাবু(৪২) উপজেলার খানেপুর গ্রামে কোটি টাকা ব্যায়ে নির্মান করছেন চারতলা ফাঊন্ডেশনসহ দুই হাজার স্কয়ার ফিটের বিশাল বাড়ি।বাবুল হোসেন বাবু’র পিতা কসিমউদ্দিন গ্রামের অতি সাধারন একজন দোকানদার।বাবুলের স¤œন্ধে জানতে চেয়ে যন্ত্রাইলবাসী ও নয়নশ্রী ইউনিয়নের জনসাধারনের সাথে আলাপকালে তারা ইউপি সচিবের অর্থের উৎস জানতে চান?
সরেজমিনে ও অনুসন্ধানীতে জানা যায়, নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ইউপি সচিব বাবুল হোসেন বাবু উপজেলার খানেপুর গ্রামে কোটি টাকা ব্যায়ে চারতলা ফাঊন্ডেশনসহ দুই হাজার স্কয়ার ফিটের বিশাল বাড়ি নির্মান করছেন।বাবুলের পিতা কসিমউদ্দিন জানান,তিনি গ্রামের অতি সাধারন একজন দোকানদার।তার ছেলের এমন প্রাসাদোপম বাড়ি নির্মান দেখে তিনি নিজেও হতবাক।তিনি বলেন তার বড় ছেলে স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকেন।তার অন্য এক ছেলে দীর্ঘদিন প্রবাসে থেকেও তার সাথে তার বাড়িতে থাকেন।যন্ত্রাইল ইউনিয়ন অফিসে যোগাযোগ করলে জানা যায়,জন্মনিবন্ধন সার্টিফিকেট,জন্ম সনদ,উত্তাধিকারী সনদ,ট্রেড লাইসেন্স সবই ইউপি সচিব বাবুল হোসেন বাবু’র নিয়ন্ত্রনে করে থাকেন।প্রতিটি জন্ম সনদ ও উত্তারাধিকারী সনদ নিতে যন্ত্রাইল ইউনিয়নবাসীর কাছ থেকে সর্বনিন্ম এক হাজার টাকা থেকে সর্বোচ্চ পাচঁ হাজার নিয়ে থাকেন।এছাড়াও উত্তারাধিকারী সনদ ও ট্রেড লাইসেন্সসহ অন্যান্য সনদ নিতে আলাদা টাকা পরিশোধ করতে হয়।অন্যথায় ভোগান্তিতে পড়তে হয় যন্ত্রাইলবাসীর।
এ বিষয়ে যন্ত্রাইল ইউনিয়নের ইউপি সচিব বাবুল হোসেন বাবু’র সাথে সরাসরি তার নির্মানাধীন প্রাসাদ বাড়িতে গেলে তিনি আমাদের প্রতিবেদকের সাথে অসৎ আচরনসহ ভয়ভীতি প্রদশন করেন।এ সময়ে তিনি আরোও বলেন আপনি ও আপনার সরকারের যদি কিছু করার থাকে করে দেখান!
এ বিষয়ে যন্ত্রাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নন্দলাল সিং এর সাথে তার মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন,আমি এখন একটি জরুরী মিটিংয়ে রয়েছি।আজ আর কথা বলতে পারবো না।সময় পেলে জানাবো।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment