নওগাঁয় জিপিএ-৫ প্রাপ্ত পুলিশের মেধাবী সন্তানদের পুরস্কৃত করলেন এসপি

নওগাঁয় জিপিএ-৫ প্রাপ্ত পুলিশের মেধাবী সন্তানদের পুরস্কৃত করলেন এসপি

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ
বুধবার সকালে নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের “মাসিক কল্যাণ সভা” পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কল্যাণ সভার শুরুতেই জেলায় কর্মরত পুলিশের সন্তান, যারা ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ-৫ পেয়েছে, তাদেরকে পুরস্কৃত করেন পুলিশ সুপার নিজেই।
যারা পুরস্কার পেয়েছে তারা হলো, নওগাঁ সদর মডেল থানায় কর্মরত এএসআই মোঃ মাহবুবুর রহমানের সন্তান মোঃ মামুনুর রশিদ (গোল্ডেন জিপিএ-৫), ধামইরহাট থানায় কর্মরত কনস্টেবল মোঃ মোশারফ হোসেনের সন্তান মোছাঃ উম্মে নুসরাত জাহান মিথুন (গোল্ডেন জিপিএ-৫), ভীমপুর তদন্ত কেন্দ্রে কর্মরত কনস্টেবল মোঃ আঃ লতিফের সন্তান মোছাঃ নিলুফা ইসয়াছমিন লিয়া (গোল্ডেন জিপিএ-৫), পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত স্টেনো মোঃ কফিল উদ্দিনের সন্তান মোছাঃ কনিকা বিনতে কফিল (গোল্ডেন জিপিএ-৫), পুলিশ লাইন্সে কর্মরত বাবুর্চি মোঃ আব্দুল খালেকের সন্তান মোঃ সাকিব আহমেদ বিজয় (গোল্ডেন জিপিএ-৫), পুলিশ কন্ট্রোলরুমে কর্মরত এসআই মোঃ ওয়াজেদ আলীর সন্তান মোছাঃ খাদিজা খাতুন মীম (জিপিএ-৫) ও নিয়ামতপুর থানায় কর্মরত এএসআই রকিবুল হাসানের সন্তান মোঃ মেহেদী হাসান (জিপিএ-৫)। এদের প্রত্যেকের মাঝে শুভেচ্ছা সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় পুলিশ সুপার পুলিশ সদস্যদের সন্তানদের পড়ালেখার মধ্য দিয়ে সফলতার এ ধারাবাহিকতা বজায় রেখে উজ্জল ভবিষ্যৎ গড়ার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।এরপর কল্যাণ সভার মুল কার্যক্রম শুরু করে পুলিশ সুপার, গত এপ্রিল মাসে মাদকদ্রব্য উদ্ধার, আসামী গ্রেফতার ও অন্যান্য ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানকে জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, ডিবি পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রফিককে বিশেষ পুরষ্কার, উদ্ধারকারী, পত্নীতলা থানার এসআই মোঃ আরিফুল ইসলাম শ্রেষ্ঠ গ্রেফতারকারী এসআই, ডিবির এসআই মোঃ শামীম হোসেনকে শ্রেষ্ঠ উদ্ধারকারী এসআই, সদর ট্রাফিকের সার্জেন্ট মোঃ রমজান আলী শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার, নওগাঁ সদর মডেল থানার এএসআই মোঃ আহসান হাবীব শ্রেষ্ঠ গ্রেফতারকারী এএসআই ও শ্রেষ্ঠ উদ্ধারকারী ডিবির এএসআই মোঃ হারেজ আলীকে নগদ অর্থ প্রদান করেন। এছাড়া পিআরএল কনস্টেবল/৩৫২ মোঃ মতিউর রহমান, কনস্টেবল/৫৭৮ মোঃ আকসাদ আলী, কনস্টেবল/৭৯০ মোঃ আব্দুস ছাত্তার সরদার ও কনস্টেবল/৫৮৮ মোঃ বেলালুর রহমানকে সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী প্রদান করেন। এই সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ রকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইনসার্ভিস মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার, পত্নীতলা সার্কেল মোঃ তারেক জোবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সিনিয়র সহকারি পুলিশ সুপার, ডিএসবি ফারাজানা হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সাপাহার সার্কেল মোঃ সামিউল আলম, সিনিয়র সহকারি পুলিশ সুপার, মান্দা সার্কেল মোঃ হাফিজুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মতিয়ার রহমান, ডিআইও-১ মোঃ মোসলেম উদ্দিন এবং সকল থানার অফিসার ইনচার্জ ও ওসি (তদন্ত) উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment